দীপিকার হাজিরায় তৈরি হতে পারে বিশৃঙ্খলা? নিরাপত্তার মোড়কে ঘেরা হচ্ছে NCB-র অফিস!

মুম্বই পুলিসকে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে 

Edited By: জয়িতা বসু | Updated By: Sep 24, 2020, 02:38 PM IST
দীপিকার হাজিরায় তৈরি হতে পারে বিশৃঙ্খলা? নিরাপত্তার মোড়কে ঘেরা হচ্ছে NCB-র অফিস!
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : ​মাদক মামলায় নাম জড়ানো পর শুক্রবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে হাজির হবেন দীপিকা পাড়ুকোন। শুক্রবার সকালেই মুম্বইয়ের এনসিবি অফিসে হাজির হতে পারেন বলিউড অভিনেত্রী। সেই কারণে এবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসের চারপাশ নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে । বলিউডের প্রথম সারির অভিনেত্রীর এনসিবি অফিসে হাজির হওয়ার জেরে ভিড় বাড়তে পারে, তৈরি হতে পারে বিশৃঙ্খলা। সেই আশঙ্কার জেরেই মুম্বই পুলিসের তরফে যাতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয় নিরাপত্তা নিয়ে, সে বিষয়ে শুরু হয়েছে প্রস্তুতি ।

আরও পড়ুন : মাদকের জালে করণের সংস্থা! ধর্মা প্রোডাকশনের ডিরেক্টরকে সমন NCB-র

আনলক শুরু হওয়ার পর দীপিকা সম্প্রতি গোয়ায় যান শ্যুটিং করতে। এরপরই ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে দীপিকার মাদক চ্যাট প্রকাশ্যে আসতে শুরু করায় শোরগোল শুরু হয় । বুধবার বিকেলে সমন পাঠানো হয় দীপিকা পাড়ুকোনকে। সমন পাওয়ার পরই গোয়ার হোটেলে বসে আইনজীবীদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন দীপিকা পাড়ুকোন। ৩ জন বর্ষীয়ান আইনজীবীর পাশাপাশি ১২ জনের লিগাল টিমের সঙ্গেও আলোচনা করেন দীপিকা। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে গোয়ার হোটেলে বসে যে বৈঠক করেন দীপিকা, সেখানে যোগ দেন রণবীর সিংও ।

সূত্রের খবর, এনসিবির সমনের পর দীপিকার পাশে দাঁড়িয়েছেন পাড়ুকোন এবং সিং পরিবারের সদস্যরা। দীপিকা যাতে ভেঙে না পড়েন, সে বিষয়ে পরিবারের তরফে সমস্ত চেষ্টা করা হচ্ছে। রণবীর সিংয়ের পাশাপাশি এই কঠিন সময়ে দীপিকার পাশে রয়েছেন তাঁর পরিবারের সদস্যরাও। পাওয়া যাচ্ছে এমন খবরও।

.