রজনীকান্ত মারা গিয়েছেন? মৃত্যু গুজব বলে উড়িয়ে দিল রজনীর অফিস

আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন রজনীকান্তের শরীর খারাপের খবর নিয়ে। সকালে 'মাইক্রো নিউজ' নামের এক ফেসবুক অ্যাকাউন্টে বলা হয় দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত লন্ডনের এক হাসপাতালে ভর্তি। তাঁর নাকি হার্ট অ্যাটাক হয়েছে। কিছুক্ষণ পরেই সেখানে লেখা হয় RIP রজনী। এরপরেই সেই ফেসবুক পোস্টটি বিদ্যুতের মত ছড়িয়ে পড়ে। দক্ষিণের বিভিন্ন তারকারা রজীনর মৃত্যুতে শোকপ্রকাশ পর্যন্ত করে ফেলেন।

Updated By: Jun 16, 2016, 05:32 PM IST
রজনীকান্ত মারা গিয়েছেন? মৃত্যু গুজব বলে উড়িয়ে দিল রজনীর অফিস

ওয়েব ডেস্ক: আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন রজনীকান্তের শরীর খারাপের খবর নিয়ে। সকালে 'মাইক্রো নিউজ' নামের এক ফেসবুক অ্যাকাউন্টে বলা হয় দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত লন্ডনের এক হাসপাতালে ভর্তি। তাঁর নাকি হার্ট অ্যাটাক হয়েছে। কিছুক্ষণ পরেই সেখানে লেখা হয় RIP রজনী। এরপরেই সেই ফেসবুক পোস্টটি বিদ্যুতের মত ছড়িয়ে পড়ে। দক্ষিণের বিভিন্ন তারকারা রজীনর মৃত্যুতে শোকপ্রকাশ পর্যন্ত করে ফেলেন।

পরে জানা যায় পুরোটাই গুজব। তবে গুজব হলেও ব্যাপরটা এমনভাবে প্রচার পেয়ে যায় এই বিষয়ে বিবৃতি দিতে হয় রজনীর অফিস থেকে। বলা হয় রজনীকান্ত একেবারে সুস্থ আছেন। তিনি এখন ব্যস্ত 'কাবিল' ও 'রোবট টু পয়েন্ট জিরো' সিনেমার কাজে।

সোশ্যাল মিডিয়ায় সেলেব্রিটিদের মৃত্যু গুজব একেবারে মতুন নয়। বরং এটা ট্রেন্ট হয়ে দাঁড়িয়েছে। দিলীপ কুমার থেকে হানি সিং। লতা মঙ্গেসকর থেকে অমিতাভ বচ্চন। বারাক ওবামা থেকে নেলসন ম্যান্ডেলা। বিভিন্ন সময়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মৃত্যু গুজব ছড়িয়ে পড়ে। এর কারণটা হল লোককে ভুল খবর করে অর্থ রোজগার ও সস্তার জনপ্রিয়তা অর্জন।

 

.