ধর্ষণের ঘটনায় Pearl V Puri-র বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে, Ekta-র দাবি নস্যাৎ DCP-র

একতা কাপুরের অভিযোগ খণ্ডন করে সাফ জানিয়ে দিলেন, ভাসাই-এর DCP সঞ্জয় কুমার পাতিল। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jun 6, 2021, 02:52 PM IST
ধর্ষণের ঘটনায় Pearl V Puri-র বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে,  Ekta-র দাবি নস্যাৎ DCP-র

নিজস্ব প্রতিবেদন : 'নাগিন' অভিনেতা পার্ল ভি পুরির (Pearl V Puri ) বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ মিথ্যা নয়। ধর্ষণের ঘটনায় তাঁর বিরুদ্ধে যথেষ্ঠ প্রমাণ রয়েছে।একতা কাপুরের অভিযোগ খণ্ডন করে সাফ জানিয়ে দিলেন, ভাসাই-এর DCP সঞ্জয় কুমার পাতিল। 

মুম্বইয়ের ভাসাই এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় শুক্রবার জনপ্রিয় টেলি অভিনেতা পার্ল ভি পুরিকে (Pearl V Puri ) গ্রেফতার করে পুলিস। এই ঘটনায় অভিনেতার পাশে দাঁড়ান সহ অভিনেত্রী অনিতা হাসানন্দানি, প্রযোজক একতা কাপুর (Ekta Kapoor), ক্রিস্টল ডি'সুজা সহ আরও বেশ কয়েকজন। একতা দাবি করেছিলেন, তিনি নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলেছেন। তিনিই তাঁকে জানিয়েছেন, অভিনেতা পার্ল নির্দেষ। একতা কাপুরের এই দাবির পরই বিবৃতি দিলেন ভাসাই-এর DCP সঞ্জয় কুমার পাতিল।

আরও পড়ুন-নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার 'নাগিন' অভিনেতা Pearl V Puri

সাংবাদিক সম্মেলন করে DCP সঞ্জয় কুমার পাতিল সাফ জানিয়েছেন, ''পার্ল ভি পুরির (Pearl V Puri )  বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ মিথ্যা নয়। তদন্তে তাঁর নাম উঠে এসেছে। আর সেকারণেই পুলিস অভিনেতাকে গ্রেফতার করেছে। সত্য আদালতে প্রমাণ হবে।''

DCP সঞ্জয় পাতিল আরও জানিয়েছেন, ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। নির্যাতিতার বয়স ১২। পুলিস আরও জানিয়েছেন, পার্ল ভি পুরি যে শোয়ে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করতেন, সেই একই শোয়ে কাজ করতেন নির্যাতিতার মা। যেকারণে নির্যাতিতা শ্যুটিং সেটে যেত। DCP-জানান, আদালতের নির্দেশে অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.