স্যর হলেন না ড্যানি
নাইটহুড প্রত্যাখ্যান করলেন স্লামডগ মিলিয়নিয়র খ্যাত পরিচালক ড্যানি বয়েল। ব্রিটিশ সরকারের আর্টস অ্যান্ড মিডিয়া হনর্স কমিটি তাঁকে ২০১২-র লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান পরিকল্পনার জন্য মনোনীত করে। এক সাক্ষাৎকারে অস্কার জয়ী এই পরিচালক বলেন "ব্রিটেনের সাধারণ নাগরিক হিসেবেই আমি অত্যন্ত গর্বিত। আর আমার মনে হয় এই সাধারণ মানুষদের নিয়েই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হয়।"
নাইটহুড প্রত্যাখ্যান করলেন স্লামডগ মিলিয়নিয়র খ্যাত পরিচালক ড্যানি বয়েল। ব্রিটিশ সরকারের আর্টস অ্যান্ড মিডিয়া হনর্স কমিটি তাঁকে ২০১২-র লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান পরিকল্পনার জন্য মনোনীত করে।
এক সাক্ষাৎকারে অস্কার জয়ী এই পরিচালক বলেন "ব্রিটেনের সাধারণ নাগরিক হিসেবেই আমি অত্যন্ত গর্বিত। আর আমার মনে হয় এই সাধারণ মানুষদের নিয়েই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হয়।"
এর আগে ১৯৬৯-এ বিট্লস খ্যাত জন লেনন এমবিই পদবি নিতে অস্বীকার করেন। ২০০৩-এ সিবিই প্রত্যাখ্যান করেন লেখন জেজি ব্যালার্ড। প্রখ্যাত পরিচালক অ্যালফ্রেড হিচকক ১৯৬২-তে সিবিই প্রত্যাখ্যান করলেও ১৯৭৯-এ নাইটহুড গ্রহণ করেন।