লকডাউনের মাঝে রাস্তায় নামল খাবার বোঝাই ট্রাক, অসহায়দের পেট ভরাতে ফের হাজির সলমন
করোনা সংক্রমণ রুখতে গোটা দেশ জুড়ে যখন লকডাউন চলছে, সেই সময় অসহায়, আর্ত মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন বলিউড সেলেবরা।
নিজস্ব প্রতিবেদন: বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। ভারতেও আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁয়েছে। করোনা সংক্রমণ রুখতে গোটা দেশ জুড়ে যখন লকডাউন চলছে, সেই সময় অসহায়, আর্ত মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন বলিউড সেলেবরা। সেই তালিকায় অক্ষয়, শাহরুখ, সলমনদের নাম রয়েছে সবার উপরে।
আরও পড়ুন : করোনার হানা, সিল করা হল বাঙালি-কন্যা দেবলিনা ভট্টাচার্যের আবাসন
লকডাউনের জেরে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির দৈনিক রোজগেরে শ্রমিকদের খাওয়াপরার যাতে অভাব না হয়, তার জন্য একের পর এক পদক্ষেপ নিচ্ছেন সলমন। শুধু তাই নয়, দৈনিক রোজগেরে প্রায় ২৩ হাজার মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন সলমন। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি পানভেলের অসহায় মানুষের পাশেও দাড়িয়েছেন সলমন।
লকডাউনের জেরে পানভেলের বাগান বাড়িতে পরিবারের অনেককে নিয়ে আটকে পড়ছেন বলিউড ভাইজান। সেখানে থাকাকালীন পানভেলের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে ট্রাকে করে তাঁদের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন তিনি। এসবের পাশাপাশি এবার আরও এক উদ্যোগ নিলেন বলিউড অভিনেতা।
আরও পড়ুন : পাহাড়ের মাথায় বসে রয়েছেন গণপতি! সলমনের বাগান বাড়ি থেকে ছবি শেয়ার করলেন ইউলিয়া
জানা যাচ্ছে, মুম্বইয়ের রাস্তায় বিয়িং হাঙরি নামে ট্রাক নামিয়েছেন সলমন। ওই ট্রাকে খাবার ভরে, তা কোভিড আক্রান্ত অসহায় মানুষগুলির কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলে খবর। অর্থাত মুম্বইয়ের রাস্তায় থাকা অসহায় মানুষগুলির পেট ভরাতে খাবার বোঝাই ট্রাক নামানো হয়েছে সলমনের প্রযোজনা সংস্থার তরফে। ফেডেরশনের অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের তরফে জানানো হয়েছে ওই খবর।
সলমনের বিয়িং হাঙরি ট্রাক রাস্তায় নামার পরই সেই ছবি উঠে আসে সোশ্যাল সাইটে। ট্য়ুইটারের মাধ্যমে তা ছড়িয়ে পড়ে হু হু করে। অসহায়, আর্ত মানুষদের পাশে দাঁড়াতে সলমন যেভাবে এগিয়ে আসছেন, তাতে অভিনেতাকে কুর্ণিশ জানাতে শউরু করেছেন তাঁর ভক্তরা।
দেখুন...
#SalmanKhan Bhai is trying his best to do help of people and Motivating others!#BeingHaangryy
pic.twitter.com/CfyhrCR0Gj(@IBeingPratik1) May 6, 2020
-#SalmanKhan's #Being Human Foundation's
FREE FOOD DONATION To The Needy Class
#BeingHaangryy pic.twitter.com/a3ZhS8Y4IP— @SalmanKhan Fan's Club (@SalmanK12853399) May 6, 2020
এসবের পাশাপাশি সামাজিক মাধ্যমে অন্নদান চ্যালেঞ্জও শুরু করেছেন সলমন খান। ভাইজানের ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যেই মহারাষ্ট্রের বিধায়ক বাবা সিদ্দিকি লক্ষাধিক পরিবারের কাছে রেশন পৌঁছে দিয়েছেন।