মাদ্রিদে পাড়ি জমালেন মেয়েরা

গত বছর বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল সুব্রত সেনের কয়েকটি মেয়ের গল্পো। দেশে সমাদর না পেলেও মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে সেরা ছবি ও সেরা পোশাক পরিকল্পনার জন্য মনোনয়ন আদায় করে নিল মেয়েদের দল।

Updated By: Mar 12, 2013, 11:01 PM IST

গত বছর বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল সুব্রত সেনের কয়েকটি মেয়ের গল্পো। দেশে সমাদর না পেলেও মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে সেরা ছবি ও সেরা পোশাক পরিকল্পনার জন্য মনোনয়ন আদায় করে নিল মেয়েদের দল।

খবরে উচ্ছ্বসিত সুব্রত সেন বলেন, "এক যে আছে কন্যা ও স্বপ্নের ফেরিওয়ালার পর আমি চলচ্চিত্র উত্সবে আমার ছবি পাঠানো বন্ধ করে দিয়েছিলাম। এমনকী জাতীয় পুরস্কার থেকেও নিজেকে সরিয়ে রেখেছিলাম। এই সময় আমি দেখতে চেয়েছিলাম আন্তর্জাতিক দর্শকের কাছে আমার ছবি কতটা গ্রহণযোগ্য। মনোনয়ন পেয়ে আমি সত্যিই উল্লসিত। কয়েকটি মেয়ের গল্পো ছবিতে তনুশ্রী, মুমতাজ, পার্নো, রাইমা চারজনই খুব ভাল কাজ করেছে। রবিরঞ্জন মৈত্র ও পি বি চাকির টেকনিকাল কাজও দারুণ। আর সুচিস্মিতা দাশগুপ্তর কথা না বললেই নয়। ওর পোশাক পরিকল্পনা সত্যিই অভাবনীয়।"
পয়লা জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত চলবে মাদ্রিদ চলচ্চিত্র উত্সব। কয়েকটি মেয়ের গল্পো ছাড়াও সেরা ছবি বিভাগে মনোনয়ন পেয়েছে ভারতীয় ছবি ইগা। এসএস রাজামৌলির পরিচালনায় তেলুগু ভাষার ছবি ইগা।

.