৪ সপ্তাহেই সুপারহিট! জেনে নিন কত কোটির ব্যবসা করল ইরফান খানের ছবি ‘হিন্দি মিডিয়াম’

এক মাস হয়ে গেল মুক্তি পেয়েছে বলিউডে শক্তিশালী অভিনেতা ইরফান খান এবং পাকিস্তানি নায়িকা সাবা কামারের ছবি ‘হিন্দি মিডিয়াম’। এই ছবি শুরু থেকেই ভালো ব্যবসা করছিল। ছবি মুক্তির এক মাস পরেও সেই ধারাবাহিকতা বজায় থাকল। ছবিটির গল্প ঘিরে প্রথমে বিতর্ক তৈরি হয়েছিল। পরে যদিও সব স্বাভাবিক হয়ে যায়। সিনেমা সমালোচক এবং ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে ইরফান খান অভিনীত এই ছবির বক্স অফিস কালেকশন জানিয়েছেন। ৪ সপ্তাহে মোট ৬৫.০১ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। জেনে নিন কোন সপ্তাহে কত কোটির ব্যবসা করল হিন্দি মিডিয়াম ।

Updated By: Jun 17, 2017, 03:28 PM IST
৪ সপ্তাহেই সুপারহিট! জেনে নিন কত কোটির ব্যবসা করল ইরফান খানের ছবি ‘হিন্দি মিডিয়াম’

ওয়েব ডেস্ক: এক মাস হয়ে গেল মুক্তি পেয়েছে বলিউডে শক্তিশালী অভিনেতা ইরফান খান এবং পাকিস্তানি নায়িকা সাবা কামারের ছবি ‘হিন্দি মিডিয়াম’। এই ছবি শুরু থেকেই ভালো ব্যবসা করছিল। ছবি মুক্তির এক মাস পরেও সেই ধারাবাহিকতা বজায় থাকল। ছবিটির গল্প ঘিরে প্রথমে বিতর্ক তৈরি হয়েছিল। পরে যদিও সব স্বাভাবিক হয়ে যায়। সিনেমা সমালোচক এবং ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে ইরফান খান অভিনীত এই ছবির বক্স অফিস কালেকশন জানিয়েছেন। ৪ সপ্তাহে মোট ৬৫.০১ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। জেনে নিন কোন সপ্তাহে কত কোটির ব্যবসা করল হিন্দি মিডিয়াম ।

 

.