Pankaj Udhas Death: উদাসী হাওয়ার বিদায় পথে নতজানু তারারা...
প্রয়াত জনপ্রিয় গজল ও প্লেব্যাক সঙ্গীতশিল্পী পঙ্কজ উধাস। সঙ্গীতশিল্পীর মৃত্যুর সংবাদে বহু বিশিষ্ট ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সঙ্গীতজগতে শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় গজল ও প্লেব্যাক সঙ্গীতশিল্পী পঙ্কজ উধাস। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সকাল ১১ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
সংগীতশিল্পীর মৃত্যুর সংবাদে বহু বিশিষ্ট ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলের মাধ্যমে শোক প্রকাশ করেন। তিনি লেখেন, 'পঙ্কজ উধাসজির জন্য শোকহত। যাঁর গাওয়া গান আবেগ প্রকাশ করেছিল এবং গজল সরাসরি আত্মার সঙ্গে যুক্ত ছিল। তিনি ছিলেন ভারতীয় সঙ্গীতের আলোকবর্তিকা, যার সুর প্রজন্মান্তরে। বহু বছর ধরে তাঁর সঙ্গে আমার যোগাযোগ ছিল। তাঁর প্রয়াণে সঙ্গীত জগতে এক শূন্যতা সৃষ্টি হয়েছে যা কখনো পূরণ হওয়ার নয়। তার পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি।'
We mourn the loss of Pankaj Udhas Ji, whose singing conveyed a range of emotions and whose Ghazals spoke directly to the soul. He was a beacon of Indian music, whose melodies transcended generations. I recall my various interactions with him over the years.
His departure leaves… pic.twitter.com/5xL6Y3Sv75
— Narendra Modi (@narendramodi) February 26, 2024
সোনু নিগমও তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমার শৈশবের একটি গুরুত্বপূর্ণ অংশ আজ হারিয়ে গিয়েছে। শ্রী পঙ্কজ উধাসজি, আমি আপনাকে আজীবন মিস করব। আপনি যে আর নেই তা জেনে আমার হৃদয় কান্নায় ভেঙে পড়ছে। পাশে থাকার জন্য ধন্যবাদ। ওম শান্তি'।
মাধুরী দীক্ষিত লেখেন, 'সঙ্গীত কিংবদন্তি পঙ্কজ উধাস জিকে হারিয়ে গভীরভাবে শোকাহত। তার গজল বিশ্বব্যাপী মানুষের আত্মাকে স্পর্শ করেছে। তাঁর লেগেসি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে! ওম শান্তি।'
Deeply saddened by the loss of a music legend, Pankaj Udhas Ji. His gazals touched the souls of people worldwide.
His legacy will forever linger in our hearts! Om Shanti #RIP pic.twitter.com/81WMdRbZZ4
— Madhuri Dixit Nene (@MadhuriDixit) February 26, 2024
মনোজ বাজপেয়ি লেখেন, 'দুঃখজনক, শান্তিতে থাকুন পঙ্কজ উধাস জি। আপনার কথা শোনার এবং আপনার কণ্ঠ ও সুরের মধুর বুননে মন্ত্রমুগ্ধ হওয়ার সৌভাগ্য হয়েছে।'
ভজন সঙ্গীতশিল্পী অনুপ গালোটা লেখেন, 'শকিং.... সঙ্গীতের কিংবদন্তি এবং আমার বন্ধু পঙ্কজ উধাস প্রয়াত হয়েছেন। এই কঠিন সময়ে আমরা তাঁর পরিবার এবং প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।'
Shocking .... Music legend & my Friend #PankajUdhas passes away. We extend our heartfelt condolences to his Family and loved ones during this difficult time. pic.twitter.com/JT7f8tFMUn
— Anup Jalota (@anupjalota) February 26, 2024
অভিনেত্রী কাজল লেখেন, 'যতবার মিউজিক আসবে আপনাকে মনে থাকবে। পরিবারের জন্য প্রার্থনা করছি।'
সঙ্গীতশিল্পী আদনান সামি লেখেন, 'আজ আমি শব্দ হারিয়ে ফেলেছি। শুধু যা বলতে চাই, গুডবাই প্রিয় পঙ্কজজি। আমার শৈশবের স্মৃতির প্রতি আপনার সঙ্গীতকে ধার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আত্মার শান্তি কামনা করি। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা। তার সঙ্গীত বেঁচে থাকবে সময়ের শেষ পর্যন্ত।'
পঙ্কজ উধাসের জন্ম ১৯৫১ সালের ১৭ মে গুজরাতের জেতপুরে। ১৯৮০ সালে প্রকাশিত হয় তাঁর নয়া গজল অ্যালবাম। 'আহাট' নামে অ্যালবাম প্রকাশ করে তিনি তাঁর সংগীতজীবন শুরু করেন। কালক্রমে তিনি ভারতে হয়ে ওঠেন গজল সংগীতের সমার্থক। বলিউডে সঞ্জয় দত্তের 'নাম' ছবির জন্য বিখ্যাত 'চিঠি আয়ি হ্যায়' গানটি গেয়ে তিনি পৌঁছে যান জনপ্রিয়তা শীর্ষে। ছবিটি পরিচালনা করেছেন মহেশ ভাট। এই গানে চোখ ভিজেছিল আপামর সংগীতপ্রেমীর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)