জাতীয় পতাকা অবমাননার দায়ে ফাঁসলেন শাহরুখ
বছরের শুরু থেকেই একের পর এক বিতর্কে ফেঁসে চলেছেন কিং খান। আইপিএল চলাকালীন ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর আচরণ নিয়ে ধুন্ধুমার কাণ্ডের স্মৃতি ফিকে হতে না হতেই জাতীয় পতাকা অবমাননার মতো গুরুতর বিতর্কে জড়িয়ে ফের কাঠগড়ায় শাহরুখ!
বছরের শুরু থেকেই একের পর এক বিতর্কে ফেঁসে চলেছেন কিং খান। আইপিএল চলাকালীন ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর আচরণ নিয়ে ধুন্ধুমার কাণ্ডের স্মৃতি ফিকে হতে না হতেই জাতীয় পতাকা অবমাননার মতো গুরুতর বিতর্কে জড়িয়ে ফের কাঠগড়ায় শাহরুখ!
সম্প্রতি রবি ব্রহ্ম নামে এক ব্যক্তি চতুশরঙ্গী থানায় শাহরুখের নামে এইআইআর দাবি করেছেন। তাঁর দাবি, ইউটিউবে একটি ভিডিওতে নাকি শাহরুখকে জাতীয় পতাকা উল্টো করে ধরতে দেখা গেছে। তদন্তের পর এমনটাই দাবি করেছে মুম্বই পুলিসও। একটি দৈনিককে দেওয়া সাক্ষাত্কারে মুম্বই পুলিসের ডেপুটি কমিশনার সাহাজি উমাপ বলেন," শাহরুখ জাতীয় সম্মান অবমাননা ও প্রতিরক্ষা আইন, ১৯৭১-এ অভিযুক্ত হয়েছেন। গত ১৪ অগাস্ট অভিযোগ নথিভুক্ত হয়েছিল। পরে তদন্তের জন্য মুম্বই পুলিসের জোন নাইনে ট্রান্সফার করা হয়। তদন্তে সাহায্যাকারী কিছু ছবি ও ভিডিও থানায় জমা দিয়েছেন অভিযোগকারী"। ২০১১ সালের এপ্রিল মাসে একটি বেসরকারি নিউজ চ্যালেন ভিডিওটি আপলোড করেছিল।
তবে শুধু শাহরুখ নন। গহেনা বশিষ্ঠ নামে জনৈক মডেলের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন রবি ব্রহ্ম। গহেনার বিরুদ্ধে তেরঙা বিকিনি পরে ফটোশুটের অভিযোগ এনেছেন রবি। তাঁর অভিযোগের ভিত্তিতে গহেনাকে গ্রেফতার করে মুম্বই পুলিস। গত রবিবারই জামিন পেয়েছেন গহেনা।