কর্তা গোয়েন্দা হওয়ায় খুশি গিন্নি বরখা
কলকাতায় ব্রিটিশ বহুজাতিক সংস্থার স্টোর লঞ্চে হাজির বরখা বিস্ত। কথায় কথায় জানালেন স্বামী ইন্দ্রনীলের গোয়েন্দা হওয়ায় খুশি তিনি।
ওয়েব ডেস্ক: কলকাতায় ব্রিটিশ বহুজাতিক সংস্থার স্টোর লঞ্চে হাজির বরখা বিস্ত। কথায় কথায় জানালেন স্বামী ইন্দ্রনীলের গোয়েন্দা হওয়ায় খুশি তিনি।
এতদিন মুম্বই ও দিল্লিতে স্থান ছিল মার্কস অ্যান্ড স্পেনসারের। এবার কলকাতাতে ঠাঁই হল এই ব্রিটিশ ব্র্যান্ডের। অ্যাক্রোপলিস মলে এক্সক্লুসিভ লঁজরি ও বিউটি প্রোডাক্টসের উদ্বোধন করলেন অভিনেত্রী বরখা বিস্ত। কলকাতায় শপিং করতে তিনি ভালই বাসেন। একান্ত মেয়েদের মনের কথা ভেবেই এই সংস্থা ডিজাইন করেছেন এমন একটি স্টোর।
স্বামী ইন্দ্রনীল সেনগুপ্ত এই প্রথমবার গোয়েন্দা কিরীটী রায়ের চরিত্র তুলে ধরতে চলেছেন পর্দায়। কেমন লাগছে গোয়েন্দা গিন্নি হিসেবে? ফেলুদা ও ব্যোমকেশের সঙ্গে রেসে পারবেন? বরখা উত্তর দিলেন মুচকি হেসেই।