বর্ষশেষে বক্সঅফিসে

ডিসেম্বর মাস এলে, হাওয়ায় ঠান্ডা ঠান্ডা ভাব এলেই মনে চলে আসে খুশি খুশি ভাব। দিন যত এগোয় বড়দিন আর বর্ষবরণের আনন্দে রোজই উত্সব। খুশির মরসুমে পিকনিক, পার্টির সঙ্গে দেদার চলতে পারে সিনেমা দেখাও। বক্সঅফিসও হাজির বছরের সেরা রিলিজ নিয়ে। এবারের শীতের সেরা পাঁচটা ছবির তালিকায় রইল-

Updated By: Dec 18, 2013, 09:04 PM IST

ডিসেম্বর মাস এলে, হাওয়ায় ঠান্ডা ঠান্ডা ভাব এলেই মনে চলে আসে খুশি খুশি ভাব। দিন যত এগোয় বড়দিন আর বর্ষবরণের আনন্দে রোজই উত্সব। খুশির মরসুমে পিকনিক, পার্টির সঙ্গে দেদার চলতে পারে সিনেমা দেখাও। বক্সঅফিসও হাজির বছরের সেরা রিলিজ নিয়ে। এবারের শীতের সেরা পাঁচটা ছবির তালিকায় রইল-

ধুম থ্রি

মুক্তি: ২০ ডিসেম্বর, ২০১৩
পরিচালক: বিজয় কৃষ্ণ আচার্য
ছবির ধরণ: অ্যাকশন, থ্রিলার
সময়: ২ ঘণ্টা ৫৩ মিনিট
ভাষা: হিন্দি
কাস্ট: আমির খান, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, ক্যাটরিনা কাইফ, জ্যাকি শ্রফ

ধুম মানেই অ্যাকশন, রোমাঞ্চ, প্রেম আর বাইক। এবারে তার সঙ্গেই যুক্ত হচ্ছে আমির ফ্যাক্টর। রয়েছে পাঁচ কোটির গানের সিকোয়েন্সও।

চাঁদের পাহাড়

মুক্তি: ২০ ডিসেম্বর, ২০১৩
পরিচালক: কমলেশ্বর মুখোপাধ্যায়
ভাষা: বাংলা
কাস্ট: দেব, জেরার্ড রুডল্ফ, মার্টিন সিটো ওটো, পল ডিচফিল্ড, লাবণি সরকার, তমাল রায়চৌধুরী

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস চাঁদের পাহাড় অবলম্বনে তৈরি ছবির মূল ইউএসপি আফ্রিকার জঙ্গল, পাহাড়, সিংহের গর্জন। দারুণ সিনোমাটোগ্রাফির সঙ্গেই রয়েছে দেব ফ্যাক্টর।

মহাভারত থ্রি ডি

মুক্তি: ২৫ ডিসেম্বর, ২০১‍৩
পরিচালক: আমন খান
ছবির ধরন: অ্যানিমেশন
ভাষা: হিন্দি
ভয়েস ওভার: অমিতাভ বচ্চন, সানি দেওল, অজয় দেবগন, অনিল কপূর, মনোজ বাজপায়ী, অনুপম খের, জ্যাকি শ্রফ ও দীপ্তি নাভাল।

মহাভারত থ্রি ডি ভারতের অন্যতম বিগ বাজেট অ্যানিমেশন ছবি মহাভারত থ্রি ডি। বিভিন্ন চরিত্রে ভয়েস ওভার দিয়েছেন ভারতীয় ছবির তারকারা। আর তাঁদের মুখের আদলেই তৈরি হয়েছে মহাভারতের চরিত্রদের মুখের আদল।

দ্য হবিট: ডেসোলেশন অফ স্মগ থ্রি ডি

মুক্তি: ১৩ ডিসেম্বর, ২০১৩
পরিচালক: পিটার জ্যাকসন
ছবির ধরন: অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি
সময়: ২ ঘণ্টা ৪২ মিনিট
ভাষা: ইংরেজি
কাস্ট: রিচার্ড আর্মিটেজ, মার্টিন ফ্রিম্যান, ইয়ান ম্যাকলেন।

টকেনসের এপিক ফ্যান্টাসি অ্যাডভেঞ্চারের দ্বিতীয় কিস্তি। হবিট বিলবো বাগিনস, উইজার্ড গ্যানডল্ফ, ডোয়ার্ফ থোরিন ও ১২ জনের দলের সঙ্গে যাচ্ছে মার্কউডের জঙ্গলে।

দ্য উল্ফ অফ ওয়ালস্ট্রিট

মুক্তি: ২৫ ডিসেম্বর, ২০১৩
পরিচালক: মার্টিন স্কোরসেসি
ভাষা: ইংরেজি
কাস্ট: লিওনার্দো ডিক্যাপ্রিও, জোনাহ হিল

উল্ফ অফ ওয়ালস্ট্রিট জর্ডন বেলফোর্টের জীবনের ওপর তৈরি ছবি। স্টোক ব্রোকার হিসেবে তার উত্থান ও অপরাধ, দুর্নীতি ও রাজনীতিতে জড়িয়ে পড়ে পতন নিয়ে এগিয়েছে ছবির গল্প।

.