৪ অপরাধীর মৃত্যুদণ্ড, টুইটারে প্রতিক্রিয়া বলিউডের

দিল্লি গণ ধর্ষণ কাণ্ডে ৪ অপারাধীকে মৃত্যুদণ্ড দিয়েছে দিল্লির ফাস্টট্র্যাক কোর্ট। ফাঁসীর সাজা ঘোষণা হতেই ভরে উঠেছে টুইটারের পাতা। প্রতিক্রিয়া জানালেন বলিউড তারকারা,

Updated By: Sep 13, 2013, 09:09 PM IST

দিল্লি গণ ধর্ষণ কাণ্ডে ৪ অপারাধীকে মৃত্যুদণ্ড দিয়েছে দিল্লির ফাস্টট্র্যাক কোর্ট। ফাঁসীর সাজা ঘোষণা হতেই ভরে উঠেছে টুইটারের পাতা। প্রতিক্রিয়া জানালেন বলিউড তারকারা,
বিপাশা বসু: শেষ পর্যম্ত বিচার হল!
প্রীতি জিন্টা: প্রথম বারের জন্য আজ দিল্লি গণধর্ষণের খবর পড়ে খুশি হলাম। ৪ জনেরই মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। প্রত্যেকের ফাঁসি হোক।

রবিনা টন্ডন: অসাধারণ!! আরও একবার আজ মানুষের জয় হল!! নির্ভয়ার অপরাধীদের ফাঁসি হবে। আমি দুপুরে বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলাম। সেখানে টিভিতে রায় শুনেই আমরা হাততালি দিয়ে উঠেছি। অবশেষে নির্ভয়ার আত্মার শান্তি হবে। তবে জুভেনাইল কোর্টের রায়ে আমি হতাশ। ৩ বছর পর কী হবে? সত্যিই কি ওর সংশোধন হবে নাকি আরও বড় একজন অপরাধী তৈরি হবে?
অক্ষয় কুমার: বিচার হল, ৪ জনেরই ফাঁসির আদেশ হয়েছে। আশা করি এটা অন্য অপরাধীদের বার্তা দেবে...
নেহা ধুপিয়া- আমি ভারতে নেই। এখুনি সব দোষীদের মৃত্যুদণ্ডের আদেশের কথা শুনলাম। অবশেষে মনে হচ্ছে দেশের সিস্টেম এখনও নষ্ট হয়ে যায়নি! নির্ভয়ার আত্মার শান্তি কামনা করি।

রিতেশ দেশমুখ- আদালতের রায়ের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে-নির্ভয়ার দোষীদের মৃত্যুদণ্ড হয়েছে। সাহসিনী বিচার পেয়েছ।
পুনম পাণ্ডে- দোষীদের জন্য আজ প্রকৃত অর্থে ফ্রাইডে দ্য থার্টিন্থ।
আয়েষা টাকিয়া- এখুনি ৪ জেনর মৃত্যদণ্ডের কথা শুনলাম। মেয়েটির পরিবার বিচার পেল।

অনুপম খের- ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই ফ্রাইডে দ্য থার্টিন্থ বিচারের দিন। জয় হো।
করণ জোহর- ৪ জন ধর্ষকেরই মৃত্যুদণ্ড হয়েছে!!!! বিধাতাকে ধন্যবাদ...ভগবান রয়েছেন!!! এবং অবশেষে...বিচার হল!!!
সফি চৌধুরি- অবশেষে! আাশা করি এই শাস্তি আমাদের সতর্ক করবে!
বরুণ ধাওয়ান- এরপর থেকে যে কোনও পুরুষ যারা মহিলাদের কুনজরে দেখে তারা জানবে দেশ কীভাবে সাজা দেয়।

.