চরিত্রের প্রয়োজনে আবার কখনও সামাজিক বার্তা দিতে নুড হয়েছেন যাঁরা

Updated By: Aug 21, 2017, 06:29 PM IST
 চরিত্রের প্রয়োজনে আবার কখনও সামাজিক বার্তা দিতে নুড হয়েছেন যাঁরা

ওয়েব ডেস্ক : বলিউডের নামীদামী অভিনেতা, অভিনেত্রী তাঁরা। সাধারণ মানুষের কাছে স্টাইল আইকনও তাঁরা। তাই তাঁরা যা করেন বা যা পরেন, তা অনুসরণ করতে শুরু করেন সাধারণ মানুষও। কিন্তু, খানিকটা হলিউড স্টাইলে এবার যেভাবে নগ্ন ফটো শ্যুটের হিড়িক পড়েছে বলিউডে, তা নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছে।

কখনও এষা গুপ্ত তো কখনও মন্দনা করিমি, আবার কখনও কল্কি কোয়েচলিন, বলিউডের একের পর এক অভিনেতা, অভিনেত্রী নগ্ন ফটোশ্যুট করছেন। এষা গুপ্ত কখনও নগ্ন ফটোশ্যুট করে ট্যাবু ভাঙছেন আবার কখনও নগ্ন হয়ে সোশ্যাল মেসেজ দিচ্ছেন কল্কি। তে শুধু হালফিলের এষা বা কল্কি নন, আমির খানকেও অর্ধ নগ্ন দেখা গিয়েছে স্ক্রিনে। তবে অবশ্যই সিনেমার প্রয়োজনে।

অবাক লাগছে আমিরের কথা শুনে? পিকে সিনেমার কথা মনে আছে তো? শুধু আমির কেন, নিউ ইয়র্ক সিনেমায় জন আব্রাহামকেও অর্ধনগ্ন হয়ে শ্যুট করতে দেখা গিয়েছে।

দেখুন সেই ছবি..

.