চমক! জানেন ৩ দিনে কত কোটির ব্যবসা করল আয়ুষ্মান-কৃতীর ‘বরেলি কি বরফি’?

Updated By: Aug 21, 2017, 05:19 PM IST
চমক! জানেন ৩ দিনে কত কোটির ব্যবসা করল আয়ুষ্মান-কৃতীর ‘বরেলি কি বরফি’?

ওয়েব ডেস্ক: মাত্র ৩ দিন আগেই মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা, কৃতী শ্যানন অভিনীত নতুন ছবি ‘বরেলি কি বরফি’। আর শুরুতেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই ছবি। তার প্রভাব পড়েছে বক্স অফিস কালেকশনেও। এই ছবির প্রথম দিনের ব্যবসা সামান্য হতাশ করলেও, পরের দু’দিনে সেই হতাশা কাটিয়ে দিয়েছে।

সিনেমা সমালোচক এবং ট্রেড অ্যানালিস্ট ‘বরেলি কি বরফি’ ছবির বক্স অফিস কালেকশন টুইট করে জানিয়েছেন। শুক্রবার এই ছবি ব্যবসা করেছে ২.৪২ কোটি টাকার। শনিবার ৩.৮৫ কোটি টাকার এবং রবিবার ব্যবসা করেছে ৫.০৩ কোটি টাকার। অর্থাত্‌ ৩ দিনে মোট ১১.৩০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। আয়ুষ্মান খুরানা, কৃতী শ্যানন ছাড়াও এই ছবিতে রয়েছেন রাজকুমার রাও।

.