বিপসের বিটল

নতুন বিটল কিনে বেশ উচ্ছ্বসিত বিপাশা বসু। আর টুইটারের মাধ্যমে সেই সুসংবাদ নিজের ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিলেন বিপস্।

Updated By: Oct 18, 2011, 04:02 PM IST

নতুন বিটল কিনে বেশ উচ্ছ্বসিত বিপাশা বসু। আর টুইটারের মাধ্যমে সেই সুসংবাদ নিজের ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিলেন বিপস্। নতুন গাড়ির নাম রেখেছেন ব্র্যাড। আর ব্র্যাড কে নিয়ে সারা মুম্বই আগামী দিনে দাপিয়ে বেড়াবেন তিনি।

.