ঐশ্বর্যার সাধ

মা হচ্ছেন শিগগির। মঙ্গলবার ঐশ্বর্যার সাধের অনুষ্ঠান হয় বেশ ধুমধাম করে। বলিউডের ফার্স্ট ফ্যামিলির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্মীয় পরিজনরা।

Updated By: Oct 18, 2011, 03:35 PM IST

মা হচ্ছেন শিগগির। মঙ্গলবার ঐশ্বর্যার সাধের অনুষ্ঠান হচ্ছে বেশ ধুমধাম করে। বলিউডের ফার্স্ট ফ্যামিলির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্মীয় পরিজনরা। বচ্চন পরিবারের আদরের বহুরানির সন্তান-সম্ভবা হওয়ার খবর টুইটারেই মে মাসে প্রথম জানিয়ে দিয়েছিলেন শ্বশুর অমিতাভ। আর তারপর দেখতে দেখতে আট মাস কেটে গেছে। নভেম্বরেই আসতে চলেছে বচ্চন পরিবারের নতুন সদস্য।

.