মহারাষ্ট্রে মুক্তি পাচ্ছে না পাকিস্তানি ছবি বিন রোয়ে

মহারাষ্ট্র নবনির্মাণ চিত্রপট কর্মচারী সেনার চাপের মুখে মহারাষ্ট্রে পাকিস্তানি ছবি 'বিন রোয়ে'র মুক্তি রুখে দিল বিফোরইউ ফিল্মস। বুধবার তারা এমএনসিকেএস সভাপতি আমে খোপকারকে চিঠি লিখিত ভাবে জানিয়েছে বলে জানানো হয়েছে বিফোরইউ ফিল্মসের তরফে। শুক্রবার মহারাষ্ট্র ছাড়া সারা ভারতে মুক্তি পাচ্ছে বিন রোয়ে।

Updated By: Jul 15, 2015, 07:20 PM IST
মহারাষ্ট্রে মুক্তি পাচ্ছে না পাকিস্তানি ছবি বিন রোয়ে

ওয়েব ডেস্ক: মহারাষ্ট্র নবনির্মাণ চিত্রপট কর্মচারী সেনার চাপের মুখে মহারাষ্ট্রে পাকিস্তানি ছবি 'বিন রোয়ে'র মুক্তি রুখে দিল বিফোরইউ ফিল্মস। বুধবার তারা এমএনসিকেএস সভাপতি আমে খোপকারকে চিঠি লিখিত ভাবে জানিয়েছে বলে জানানো হয়েছে বিফোরইউ ফিল্মসের তরফে। শুক্রবার মহারাষ্ট্র ছাড়া সারা ভারতে মুক্তি পাচ্ছে বিন রোয়ে।

গত ১০ জুলাই বিন রোয়ে মহারাষ্ট্রে মুক্তি পেতে দেবে না বলে বিফোরইউ ফিল্মসকে হুমকি দেয় এমএনসিকেএস। খোপকারের বক্তব্য ছিল পাকিস্তান ভারতে, বিশেষ করে মহারাষ্ট্রে সন্ত্রাস প্রচারে সিদ্ধহস্ত। ভারতের অভিনেতাদের সে দেশে অভিনয়ও করতে দেওয়া হয় না। তাই কোনওভাবেই যাতে বিন রোয়ে ভারতে মুক্তি না পায় সেই বিষয়ে বদ্ধ পরিকর ছিল এমএনসিকেএস।

বুধবার মহারাষ্ট্রে বিন রোয়ের মিডিয়া প্রিভিউ হওয়ার কথা ছিল। সেই পরিকল্পনাও বাতিল করা হয়েছে বিফোরইউয়ের তরফে।

.