শেহনাজের সঙ্গে 'অসভ্যতামি'? সিদ্ধার্থকে গ্রেফতারির দাবি নেটিজেনদের

সিদ্ধার্থ, শেহনাজের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়

Edited By: জয়িতা বসু | Updated By: Jan 7, 2020, 02:44 PM IST
শেহনাজের সঙ্গে 'অসভ্যতামি'? সিদ্ধার্থকে গ্রেফতারির দাবি নেটিজেনদের

নিজস্ব প্রতিবেদন:  বিগ বসে (Bigg Boss 13) ঘরে সিদ্ধার্থ শুক্লর সঙ্গে শেহনাজ গিলের বন্ধুত্ব প্রায় সর্বজনবিদিত৷ কিন্তু সিদ্ধার্থ, শেহনাজের বন্ধুত্ব যে কখনও শত্রুতায় পরিণত হয়, তা বুঝতে পারেননি দর্শক৷ এসবের মাঝেই এবার ভাইরাল হয় সিদ্ধার্থ শুক্ল এবং শেহনাজ গিলের একটি ভিডিয়ো৷

 

যেখানে  শেহনাজ গিলকে মাটিতে ফেলে, তাঁর পেটের উপর পা তুলে দেন (Sidharth Shukla) সিদ্ধার্থ৷ একেবারে মারমুখী ভঙ্গিতে এরপর শেহনাজের হাত মুড়ে তাঁকে হুমকি দিতে শুরু করেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেতা৷ সিদ্ধার্থ এবং (Shehnaaz Gill) শেহনাজের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়৷

আরও পড়ুন : 'আপনি কি এখনও ভারতীয় আছেন?' JNU কাণ্ডে নীরব থেকে আক্রমণের মুখে প্রিয়াঙ্কা
শেহনাজের উপর রীতিমতো অত্যাচার করছেন সিদ্ধার্থ৷ বসের ঘরের ওই দৃশ্য দেখে প্রকাশ্যে সিদ্ধার্থের বিরুদ্ধে মুখ খোলেন অভিনেত্রী শ্রুতি শেঠ৷ কেউ কেউ সিদ্ধার্থকে মানসিক রোগী বলেও কটাক্ষ করতে শুরু করেন৷ কউ কেউ আবার সিদ্ধার্থের গ্রেফতারির দাবি করতে শুরু করেন৷ সবকিছু মিলিয়ে শেহনাজের সঙ্গে সিদ্ধার্থ যে ব্যবহার করেন ক্যামেরার সামনে, তা যে অনেকেই ভালভাবে মেনে নেননি, তা স্পষ্ট করে দেন অনেকেই৷ যদিও ওই ঘটনার পর শো কতৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি৷ চুপ করে রয়েছেন (Salman Khan) সলমন খান-ও৷

.