'স্বরা সস্তা মহিলা', JNU কাণ্ডে মুখ খুলে অশ্লীল আক্রমণের মুখে বলিউড অভিনেত্রী

আক্রমণের মুখে পড়ে তার যোগ্য় জবাব দেন স্বরা ভাস্কর 

Edited By: জয়িতা বসু | Updated By: Jan 7, 2020, 01:27 PM IST
'স্বরা সস্তা মহিলা', JNU কাণ্ডে মুখ খুলে অশ্লীল আক্রমণের মুখে বলিউড অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদন:  প্রথমে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মুখ খুলে তোপের মুখে পড়েন৷ আক্রমণ, সমালোচনার মুখে পড়েও থামেননি তিনি৷ এবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এবং শিক্ষকদের উপর দুষ্কৃতী হামলার ঘটনায় ফের মুখ খুললেন বলিউড অভিনেত্রী (Swara Bhasker) স্বরা ভাস্কর৷
JNU-এর ঘটনায় মুখ খোলার পর এবার ফের পরিচালক রাজ শান্ডিল্যর আক্রমণের মুখে পড়েন স্বরা৷ 'স্বরা সস্তার অভিনেত্রী৷ তাঁর সিনেমা যে ব্যবসা করে, তার চেয়ে দৈনিক ভাস্করের বিক্রি অনেক বেশি' বলে অভিনেত্রীকে কটাক্ষ করেন 'ড্রিম গার্ল'-এর পরিচালক৷

আরও পড়ুন : অর্জুনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন মালাইকা? কী বললেন আরবাজের প্রাক্তন স্ত্রী
যদিও আয়ুষ্মান খুরানার (Dream Girl) ড্রিম গার্ল-এর পরিচালকের কটাক্ষ এবং আক্রমণের মুখে পড়ে চুপ করে থাকেননি স্বরা৷ রাজকে একহাত নিয়ে পালটা ট্যুইট করে স্বরা৷ যেখানে তিনি বলেন, ভবিষ্যতে তাঁর সিনেমাকে প্রমোট করার জন্য়, (Raaj Shaandilyaa) রাজ যেন নতুন করে কোনও সস্তার কাজ না করেন৷ রাজ শান্ডিল্য এবং স্বরা ভাস্করের ট্যুইটার যুদ্ধ ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়৷

আরও পড়ুন : 'আপনার কি মেরুদণ্ড নেই?' JNU কাণ্ডে চুপ থাকায় আক্রমণের মুখে অমিতাভ
দেখুন...

 

সম্প্রতি (CAA) নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাস্তায় নামেন 'ভিরে দি ওয়েডিং' অভিনেত্রী৷ (Farhan Akhtar)ফারহান আখতার, অনুরাগ কাশ্যপদের সঙ্গে রাস্তায় নেমে, অস্থায়ী মঞ্চ বেঁধে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ করেন স্বরা৷ যা নিয়ে একাধিকবার কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে৷

.