ভূতেরা চলল মুম্বই
স্বভূমের `বক্স অফিসে` ভূতের তাণ্ডব চালানোর পর চৌধুরী বাড়ির ভূতেরা এবার মুম্বই, দিল্লি ও বেঙ্গালুরু অভিযানে চলেছে। অনীক দত্তর `ভূতের ভবিষ্যৎ` খুব তাড়াতাড়ি রিলিজ করবে এই তিন শহরে। আগামী সপ্তাহেই মুম্বইয়ের মাল্টিপ্লেক্সে রিলিজ করছে এই ছবি। দিল্লি ও বেঙ্গালুরুর বাঙালিদের অবশ্য জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
স্বভূমের `বক্স অফিসে` ভূতের তাণ্ডব চালানোর পর চৌধুরী বাড়ির ভূতেরা এবার মুম্বই, দিল্লি ও বেঙ্গালুরু অভিযানে চলেছে। অনীক দত্তর `ভূতের ভবিষ্যৎ` খুব তাড়াতাড়ি রিলিজ করবে এই তিন শহরে। আগামী সপ্তাহেই মুম্বইয়ের মাল্টিপ্লেক্সে রিলিজ করছে এই ছবি। দিল্লি ও বেঙ্গালুরুর বাঙালিদের অবশ্য জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
মক্সি এন্টারটেনমেন্টের ডিস্ট্রিবিউটর সৌম্য গাঙ্গুলি জানান মুম্বইয়ের প্রায় ১৫টি বাঙালি সংগঠনের মাধ্যমে এই ছবির প্রচার চালান হয়েছে।
কলকাতায় ১৬ মার্চ রিলিজ করে ভূতেদের এই আশ্চর্য উচ্ছেদ বিরোধী ছবি। সব্যসাচী চক্রবর্তী, পরমব্রত, স্বস্তিকা, পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত এই ছবিটি ইতিমধ্যেই ২ কোটি টাকার ব্যবসা করেছে।