Bengal election 2021: টিকিটের এত লোভ! BJP-TMC-র অন্তর্কলহে খোঁচা Kamaleswar-র
প্রার্থীতালিকা প্রকাশের পর জেলায় জেলায় বিক্ষোভ বিজেপি কর্মীদের।
নিজস্ব প্রতিবেদন: বিজেপির তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থীতালিকা প্রকাশের পরই জায়গায় জায়গায় বিক্ষোভ। কলকাতার হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে এসে হাঙ্গামা করেন বিজেপি (BJP) কর্মীরা। এর আগে তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশের পরও একই ছবি দেখা গিয়েছিল। দুই ফুলের এমন অবস্থা নিয়ে কটাক্ষ করলেন বামমনস্ক পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleswar Mukherjee)।
সিঙ্গুরে এতদিন তৃণমূলের মুখ ছিলের রবীন্দ্রনাথ ভট্টাচার্য। দলে যোগ দেওয়ার কয়েকদিন পরই তিনিই সিঙ্গুরের বিজেপি প্রার্থী। ক্ষোভে চুঁচুড়ায় বিজেপি জেলা অফিসে তালা লাগালেন দলীয় কর্মীরা। উত্তরপাড়ায় প্রার্থীর বিরোধিতায় পোস্টার দেন বিজেপি কর্মীরা। ডায়মন্ড হারবার, উলুবেড়িয়া ও আলিপুরদুয়ারেও একই ছবি। এমনকি কলকাতায় হেস্টিংসের বিজেপি নির্বাচনী কার্যালয়েও প্রার্থী বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে। এসব দেখে কমলেশ্বর (Kamaleswar Mukherjee) ফেসবুকে লিখেছেন, 'টিকিটের এত লোভ, দু'দলেই বিক্ষোভ!'
তৃণমূলেও (TMC) দেখা গিয়েছিল একই ছবি। সায়ন্তিকা, রাজ চক্রবর্তীদের প্রার্থী করা নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন কর্মীরা। তবে তা সামলে উঠেছে তারা। প্রচারও শুরু করে দিয়েছেন তারকা প্রার্থীরা।