Aamir Khan and Kiara Advani : ধর্মীয় ভাবাবেগে আঘাত, তুলে নেওয়া হল আমির-কিয়ারার বিজ্ঞাপন!
ব্যাঙ্কিং সংস্থার বিজ্ঞাপনের মুখ হয়ে প্রথমবার জুটি বেঁধেছেন আমির খান ও কিয়ারা আডবাণী। যেখানে আমির-কিয়ারাকে দেখা যাচ্ছে নব দম্পতির ভূমিকায়। আর সেই বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই শুরু বিতর্ক। যে বিজ্ঞাপনে সমাজকে বদলে নতুন কিছু করার কথা বলে হয়েছে। আর তাতেই আপত্তি তুলেছেন অনেকে। বিজ্ঞাপনটি ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে বলে অভিযোগ নেটিজেনদের একাংশের। সম্প্রতি ব্যাঙ্কিং সংস্থার এই বিজ্ঞাপন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোপ দেগেছেন 'কাশ্মীরি ফাইলস' খ্যত পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
Aamir Khan, Kiara Advani, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লাগাতার সমালোচনা, নেটপাড়ায় তীব্র আক্রমণ, বিতর্কের মুখে আমির-কিয়ারার বিজ্ঞাপন তুলে নিল AU স্মল ফাইনান্স ব্যাঙ্ক। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় উঠে আসা AU- ব্যাঙ্কের এই বিজ্ঞাপন ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। বিজ্ঞাপনটি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ ওঠে। বিতর্ক এড়াতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে বিজ্ঞাপনটি তুলে নেওয়া হয়েছে বলে খবর।
বিজ্ঞাপনটি নিয়ে সরব হয়েছিলেন বিজেপি সাংসদ, তথা মধ্যপ্রদেশের স্বরাষ্টমন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি বলেন, 'বিজ্ঞাপনটি নিয়ে আমার কাছে অনেক অভিযোগ এসেছে। আমির খানের কাছে আমার অনুরোধ, ভারতীয় ঐতিহ্যের কথা মাথায় রেখে বিজ্ঞাপনে কাজ করতে। এধরনের বিজ্ঞাপনে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে, কোনও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনও অনুমতি নেই।' বিতর্কিত এই বিজ্ঞাপনটি নিয়ে সরব হয়েছিলেন, পরিচালক বিবেকরঞ্জন অগ্নিহোত্রী।
কী দেখানো হয়েছে এই বিজ্ঞাপনে?
ভিডিয়োতে দেখা যাচ্ছে, 'বিদাই' হওয়ার পর নতুন বউ কিয়ারাকে নিয়ে বাড়ি ফিরছেন আমির খান। আমিরকে বলতে শোনা গেল, 'এই প্রথম দেখালাম, বিদাই হয়ে গেল অথচ নতুন বউ কাঁদছে না।' তখন কিয়ারা উত্তরে বলেন, 'তুমিও তো কাঁদছ না।' পরের দৃশ্যেই বাড়ি পৌঁছে নতুন বউকে আমির বলেন, 'এই ঘরে প্রথম পদক্ষেপ কে রাখবে?' কিয়ারার পাল্টা প্রশ্ন, 'এই ঘরে নতুন কে?', আমিরের উত্তর, 'আমিই তো নতুন। মানে..' ঠিক তখনই কিয়ারা হাতের ইশারায় আমিরকে ঘরে পা রাখতে বলেন। আমিরও সেই মতো পা রাখেন। অপরদিক থেকে বিজ্ঞাপনে কিয়ারার মাকে বলতে শোনা গেল, 'নতুন জামাইকে স্বাগত।' কিয়ারাও আমিরকে ধন্যবাদ জানান, 'এতবড় পদক্ষেপ করার জন্য।' অপরদিকে তখন হুইল চেয়ারে বসে থাকতে দেখা যায় আরও এক প্রবীণ ব্যক্তিকে। এরপরেই ব্যাকগ্রাউন্ডে আমির খানের ভয়েস ওভারে শোনা যায়, 'দীর্ঘদিন ধরে যে প্রথা চলছে, সেটাই চলতে থাকে। কেন এমনটা হয়? আর সেকারণেই ব্যাঙ্কিং সেক্টরের সমস্ত প্রথা নিয়ে প্রশ্ন তুলব। যাতে আপনারা সেরা পরিষেবাটাই পান।'
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
বিজ্ঞাপনের ভিডিয়োটি ট্যুইটারে পোস্ট করে এবি স্মল ফিনান্স ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তোপ দাগতে এবং বিজ্ঞাপন নির্মাতাদের মূর্খ বলতেও ছাড়েন নি বিবেক অগ্নিহোত্রী। তিনি লেখেন, 'আমি ঠিক বুঝতে পারলাম না, ব্যাঙ্ক কবে থেকে সমাজ এবং ধর্মীয় প্রথাকে বদলানোর দায়িত্ব নিল? আমার মনে হয় কিছু করতে হলে ব্যাঙ্কিং ব্যবস্থায় যে দূর্নীতি রয়েছে তা দূর করা উচিত। এধরনের ভুলভাল কথা বলেন, আর তারপর বলবেন হিন্দুরা ট্রোল করছে। মূর্খ।'
I just fail to understand since when Banks have become responsible for changing social & religious traditions? I think @aubankindia should do activism by changing corrupt banking system.
Aisi bakwaas karte hain fir kehte hain Hindus are trolling. Idiots.pic.twitter.com/cJsNFgchiY— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) October 10, 2022
প্রসঙ্গত, বিজ্ঞাপন নিয়ে এই বিতর্কে মুখ খোলেননি আমির খান কিংবা কিয়ারা আডবাণী।