'ঘাস-ফুলের' টলিউড বনধে নীরব

শিল্পী থেকে টেকনিশিয়ান- টালিগঞ্জের স্টুডিও পাড়ায় তৃণমূলের দাপট এখন একচ্ছত্র। কিন্তু দেব, দেবশ্রী, শতাব্দী, মুনমুনদের কর্মক্ষেত্রে আজ টেক, রোল, অ্যাকশন, কাট এক্কেবারেই শোনা গেল না ধর্মঘটের দাপটে।টলিপাড়ার এরকম শুনসান চেহারা দেখা যায় না। এনটি এবং এনটি ওয়ান, দুটি স্টুডিওতেই কোনও শুটিং হয়নি এদিন। সবটাই একেবারে ফাঁকা।  

Updated By: Apr 30, 2015, 10:58 PM IST

ব্যুরো: শিল্পী থেকে টেকনিশিয়ান- টালিগঞ্জের স্টুডিও পাড়ায় তৃণমূলের দাপট এখন একচ্ছত্র। কিন্তু দেব, দেবশ্রী, শতাব্দী, মুনমুনদের কর্মক্ষেত্রে আজ টেক, রোল, অ্যাকশন, কাট এক্কেবারেই শোনা গেল না ধর্মঘটের দাপটে।টলিপাড়ার এরকম শুনসান চেহারা দেখা যায় না। এনটি এবং এনটি ওয়ান, দুটি স্টুডিওতেই কোনও শুটিং হয়নি এদিন। সবটাই একেবারে ফাঁকা।  

সরকারের তরফে বলা হয়েছে, স্টুডিও খোলা। তবু টলিপাড়ার বেশিরভাগ কর্মীই এদিন স্টুডিওমুখো হননি।

অথচ বামেদের ধর্মঘটে সিনেমাপাড়া সচল রাখতে চেষ্টার ত্রুটি রাখেনি মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাস। কিন্তু তারপরেও খাঁ-খাঁ করল  টলিপাড়া।

 

.