জঙ্গিদের নিষিদ্ধ করুন, সিনেমা নয়, পাকিস্তানকে পরামর্শ বলিউডের পরিচালকের

পাকিস্তানের এই সিদ্ধান্তের পর এবার মুখ খুললেন পরিচালক রাহুল ঢোলাকিয়া।

Updated By: Aug 9, 2019, 02:13 PM IST
জঙ্গিদের নিষিদ্ধ করুন, সিনেমা নয়, পাকিস্তানকে পরামর্শ বলিউডের পরিচালকের

নিজস্ব প্রতিবেদন : জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর ভূস্বর্গ নিয়ে পাকিস্তানের উস্কানি অব্যাহত। কাশ্মীর নিয়ে ভারত 'অবৈধ' এবং 'একতরফা' সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করে ইমরান খানের সরকার। এসবের মধ্যেই এবার ভারতীয় সিনেমার প্রদর্শন বন্ধ করল পাকিস্তান। সে দেশের হলগুলিতে এবার থেকে আর কোনও ভারতীয় সিনেমা চলবে না বলে জানানো হয়েছে। পাকিস্তানের এই সিদ্ধান্তের পর এবার মুখ খুললেন পরিচালক রাহুল ঢোলাকিয়া।

আরও পড়ুন : কাশ্মীরে ৩৭০ বিলোপ নিয়ে মন্তব্য, ক্ষোভের মুখে অভিনেত্রী হুমা কুরেশি

নিজের সোশাল হ্যান্ডেলে রাহুল লেখেন, দুই দেশের মধ্যে সিনেমা বন্ধ করে কী হবে? দুই দেশের মধ্যে অভিনেতা, অভিনেত্রীদের নিষিদ্ধ করেই বা কী হবে, তেমনি সিনেমা বন্ধ করেও বা কী হবে বলে প্রশ্ন তোলেন বলিউডের এই পরিচালক। জঙ্গিদের নিষিদ্ধ করুন। যারা মানুষের মধ্যে বিভেদ তৈরি করে ঘৃণা ছড়ায়, তাদের নিষিদ্ধ করুন, সিনেমাকে নয়। সিনেমার সঙ্গে যুক্ত মানুষরা খারাপ নন বলেও স্পষ্ট মত প্রকাশ করেন রাহুল।

আরও পড়ুন : সিনেমার শুটিং করতে গোটা বিশ্ব আসবে কাশ্মীরে, বললেন প্রধানমন্ত্রী মোদী
প্রসঙ্গত উরি হামলার পর পাকিস্তানি অভিনেতাদের বয়কট করে বলিউড। এমনকী, ভারতের বাজারে পাকিস্তানি সিনেমাও আর চলবে না বলে ওই সময় জানানো হয়।

.