করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও অভিষেক এখনও সুস্থ নন...

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Aug 2, 2020, 08:42 PM IST
করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন অমিতাভ বচ্চন

নিজস্ব প্রতিবেদন : অবশেষে করোনার বিরুদ্ধে যুদ্ধ জয় করে বাড়ি ফিরলেন অমিতাভ বচ্চন। টানা ২৩ দিন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে রবিবারই বাড়ি ফিরেছেন বিগ বি। তবে এখনও সুস্থ হননি ছেলে অভিষেক বচ্চন।

বিগ বি-র সুস্থ হয়ে ওঠার কথা টুইট করে জানিয়েছেন ছেলে অভিষেক নিজেই। তিনি লিখেছেন, ''আমার বাবার সম্প্রতি কোভিড১৯ টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। বাবাকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত উনি বাড়িতেই বিশ্রামে থাকবেন। আপনাদের প্রার্থনা আর শুভ কামনার জন্য অসংখ্য ধন্যবাদ।'' এদিকে নিজের সুস্থ হওয়ার খবর জানিয়ে টুইট করেন অমিতাভ বচ্চন নিজেও। যাঁরা তাঁর জন্য প্রার্থনা করেছেন, তাঁদের সকলকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন-''দিশা সালিয়ানের কেস ডিটেলস ভুলবশত ডিলিট হয়ে গিয়েছে'', বিহার পুলিসকে জানাল মুম্বই পুলিস

বিগ বি সুস্থ হয়ে বাড়ি ফেরার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বলি তারকারা।

আরও পড়ুন-৫০টি সিমকার্ড বদল! একাধিক নম্বরের একটিও সুশান্তের নিজের নামে নেই, জানাল বিহার পুলিস

এদিকে আরও একটি টুইটে অভিষেক লেখেন, ''কো-মর্বিডিটি থাকায় আমি এখনও করোনা পজিটিভ। আমাকে এখনও হাসপাতাল থেকে ছাড়া হবে না। আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ।''

প্রসঙ্গত, গত ২৭ জুলাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা বচ্চন। 

.