Ayushmann Khurrana : সিনেমা নয় বাস্তব, রাজধানীর রাস্তায় গান গাইছেন আয়ুষ্মান খুরানা!

রাজধানীর রাস্তায় দাঁড়িয়ে গিটার বাজাতে দেখা যাচ্ছে শিবমকে। হঠাৎই হাজির বলিউড তারকা আয়ুষ্মান খুরানা। শিবমের পাশে রাস্তায় দাঁড়িয়ে গান গাইলেন আয়ুষ্মানও। কথা রাখার জন্য অভিনেতাকে ধন্যবাদ জানাতে ভোলেননি জনপ্রিয় 'স্ট্রিট সিঙ্গার' শিবম। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন সেই ভিডিয়ো। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Dec 1, 2022, 09:08 PM IST
Ayushmann Khurrana : সিনেমা নয় বাস্তব, রাজধানীর রাস্তায় গান গাইছেন আয়ুষ্মান খুরানা!

Ayushmann Khurrana, Delhi Street Singer, জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো : রাজধানীর রাস্তায় দাঁড়িয়ে গিটার বাজাতে দেখা যাচ্ছে শিবমকে। হঠাৎই হাজির বলিউড তারকা আয়ুষ্মান খুরানা। শিবমের পাশে রাস্তায় দাঁড়িয়ে গান গাইলেন আয়ুষ্মানও। কথা রাখার জন্য অভিনেতাকে ধন্যবাদ জানাতে ভোলেননি জনপ্রিয় 'স্ট্রিট সিঙ্গার' শিবম। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন সেই ভিডিয়ো। 

বহুদিন ধরেই দিল্লির রাস্তায় গিটার হাতে গান করে মানুষের মন জয় করেন শিবম। তাঁর প্রিয় গান আয়ুষ্মান খুরানার 'ভিকি ডোনার' ছবির 'পানি দা রং'। এর আগেও গানটি গেয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছিলেন শিবম। ট্যাগ করেছিলেন প্রিয় তারকা আয়ুষ্মান খুরানাকেও। শিবমের বহু দিনের ইচ্ছা ছিল আয়ুষ্মানের সঙ্গে দেখা করার। অভিনেতাও সোশ্যাল মিডিয়াতে শিবমকে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি এবার তাঁর সেই কথাই রাখলেন। নিজের আগামী ছবি 'দ্যা অ্যাকশন হিরো'র জন্য গিয়েছিলেন দিল্লিতে। ছবির প্রচারের ফাঁকেই দেখা করলেন ছোট্ট শিবমের সঙ্গে। 'পানি দা রং'-এর পাশাপাশি, নিজের আগামী ছবির গান 'জেহদা নশা'ও গেয়ে শোনান আয়ুষ্মান। শিবমের সঙ্গে রাস্তায় নেমে এভাবে আয়ুষ্মানকে গান গাইতে দেখে অবাক হয়েছেন অনেকে। 

আরও পড়ুন-দ্বিতীয়বার বিয়ে করছেন 'রাণী রাসমণি'র ছোট মেয়ে 'জগদম্বা'

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

জনপ্রিয় স্ট্রিট সিঙ্গার শিবমকে তাঁর গান গাইতে শুনে ধন্যবাদ জানাতেও ভোলেননি অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'শিবম আমার গান গাওয়ার জন্য ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল।'

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.