মহানায়কের মৃত্যুদিনে পুরস্কার ঘোষণা রাজ্য সরকারের
মহানায়ক উত্তম কুমারের মৃত্যুদিনে বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তীদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী ২৪ জুলাই মহানয়কের ৩২তম মৃত্যুদিনে বর্ষীয়ান উভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী ও সুপ্রিয়া দেবীর পাশাপাশি আরও ৪৩ জন অভিনেতা-অভিনেত্রীকে পুরস্কৃত করা হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মহানায়ক উত্তম কুমারের মৃত্যুদিনে বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তীদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী ২৪ জুলাই মহানয়কের ৩২তম মৃত্যুদিনে বর্ষীয়ান উভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী ও সুপ্রিয়া দেবীর পাশাপাশি আরও ৪৩ জন অভিনেতা-অভিনেত্রীকে পুরস্কৃত করা হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার থেকে প্রত্যেক বছরই বিশেষ দিনে এই পুরস্কার দেওয়া হবে। যেই ৪৩ জনকে পুরস্কৃত করা হবে তাঁদের এতদিন কোন রকম ভাবেই কাজের স্বীকৃতি জানানো হয়নি বলে মনে করেন মুখ্যমন্ত্রী।
মিঠুন চক্রবর্ত্তীকে `মহানায়ক ২০১২` সম্মান দেওয়া হবে। সাবিত্রী চ্যাটার্জি, মাধবী মুখোপাধ্যায়, অঞ্জনা ভৌমিক, সুমিতা সান্যাল, মৌসুমি চ্যাটার্জি, লিলি চক্রবর্ত্তী প্রমুখ অভিনেত্রীদের বিশেষ পুরস্কার দেওয়া হবে। অন্যদিকে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল, প্রসেঞ্জিত চ্যাটার্জি, রঞ্জিত মল্লিক এবং আরও অনেক অভিনেতাদের ওই একই পুরস্কারে ভূষিত করা হবে।