গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে প্রবেশ করলেন আশা ভোঁসলে

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এবার ঢুকে পড়েছে আশা ভোঁসলের নাম। একক ভাবে সবচেয়ে বেশি গান স্টুডিওতে রেকর্ডিং করার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের তালিকাভুক্ত হলেন আশা ভোঁসলে। দীর্ঘ ৭৪ বছরের জীবনে ডুয়েট এবং কোরাস মিলিয়ে, ২০টি ভারতীয় ভাষায় মোট ১১ হাজার গান গেয়েছেন তিনি।

Updated By: Oct 21, 2011, 08:50 PM IST

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এবার ঢুকে পড়েছে আশা ভোঁসলের নাম। একক ভাবে সবচেয়ে বেশি গান স্টুডিওতে রেকর্ডিং করার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের তালিকাভুক্ত হলেন আশা ভোঁসলে। দীর্ঘ ৭৪ বছরের জীবনে ডুয়েট এবং কোরাস মিলিয়ে, ২০টি ভারতীয় ভাষায় মোট ১১ হাজার গান গেয়েছেন তিনি। সঙ্গীতজগতে এ ঘটনা নজিরবিহীন । ১৯৪৭ সাল থেকে তাঁর গানের জীবন শুরু। সম্প্রতি তাঁকে লন্ডনে অনুষ্ঠিত এশিয়ান অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মানিত করা হয়। নেপথ্য শিল্পী হিসেবে কিংবদম্তী স্তরে উন্নিত হওয়ার পরে অভিনেত্রী রূপে আত্মপ্রকাশ করতে চলেছেন আশা ভোঁসলে। এবার তাঁকে দেখা যাবে রূপলী পর্দায়। ` মাই ` নামের একটি হিন্দি ছবিতে, মায়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

.