ফেডারেশনের সঙ্গে মতের অমিল! FCTWEI থেকে বেরিয়ে এল আর্টিস্ট ফোরাম

এখন থেকে আর্টিস্ট ফোরাম ফের ফের স্বশাসিত সংস্থা হিসাবেই কাজ করবে। 

Reported By: রণিতা গোস্বামী | Edited By: রণিতা গোস্বামী | Updated By: Sep 3, 2020, 09:36 PM IST
ফেডারেশনের সঙ্গে মতের অমিল! FCTWEI থেকে বেরিয়ে এল আর্টিস্ট ফোরাম

নিজস্ব প্রতিবেদন : ফেডারেশন (FCTWEI) থেকে বেরিয়ে এল আর্টিস্ট ফোরাম (WBMPAF)। এখন থেকে আর্টিস্ট ফোরাম ফের স্বশাসিত সংস্থা হিসাবেই কাজ করবে। বৃহস্পতিবারই আর্টিস্ট ফোরামের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়। যেখানে সই করেছেন আর্টিস্ট ফোরামের সভাপতি শঙ্কর চক্রবর্তী ও যুগ্ম সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়।

এবিষয়ে আর্টিস্ট ফোরামের যুগ্ম সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়ের সঙ্গে Zee ২৪ ঘণ্টার তরফে যোগাযোগ করা হয়। শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, ''আর্টিস্ট ফোরাম যখন গঠিত হয়, তখন থেকেই এটি একটি স্বশাসিত সংস্থা হিসাবেই কাজ করত। ২০১১ সালে আমরা ফেডারেশনের সঙ্গে যুক্ত হই। আবার আমরা পুরনো অবস্থাতেই ফিরে এলাম। এখন থেকে আবারও আর্টিস্ট ফোরাম স্বশাসিত সংস্থা হিসাবেই কাজ করবে।'' 

এতে কি আর্টিস্টদের স্বার্থ সুরক্ষিত থাকবে বলে মনে হয়? এই প্রশ্নের উত্তরে শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, ''হ্যাঁ, কিছু কিছু সমস্যা হচ্ছিল। আর সেটা আর্টিস্টদেরই হচ্ছিল। সেকারণেই এই সিদ্ধান্ত। এছাড়া আর কোনও কারণ নেই।''

আরও পড়ুন-সুশান্তের ঘরের চাবির হদিশ এখনও নেই! চাবি না মেলাটা গুরুতর বিষয়, মন্তব্য আইনজীবীর

ঠিক কী সমস্যা হচ্ছিল? প্রশ্ন করা হলে আর্টিস্ট ফোরামের যুগ্ম সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, ''ধরুন মাসের দ্বিতীয় রবিবার ( মাসের দ্বিতীয় রবিবার শ্যুটিং বন্ধ থাকে) শ্যুটিং হবে, অনেকে ফেডারেশনে এসে অনুমতি নিয়ে চলে গেলেন। কেউ আর আর্টিস্ট ফোরামকে জানানোর প্রয়োজন বোধ করলেন না। এদিকে আর্টিস্টরা জানেন দ্বিতীয় রবিবার শ্যুটিং বন্ধ থাকে। আর্টিস্টদের কাছে কেউ শ্যুটিংয়ের ডেট চাইলে তাঁরা আর্টিস্ট ফোরামেই ফোন করেন, অথচ আর্টিস্ট ফোরাম কিছুই জানে না। এইরকমই একাধিক সমস্যা মাঝে মধ্যেই লেগে থাকছিল। সেকারণেই বেরিয়ে আসা। আবারও আমরা স্বশাসিত সংস্থা হিসাবেই কাজ করবো।''

আরও পড়ুন-''আমাকে আরও আগে ডাকা হলে হয়ত সুশান্ত বেঁচে যেতেন'' মন্তব্য চাবিওয়ালার

প্রসঙ্গত, বহুদিন ধরেই বিভিন্ন ক্ষেত্রে আর্টিস্ট ফোরামের সঙ্গে ফেডারেশনের নানান বিষয়ে মত পার্থক্যের কথা শোনা যাচ্ছিল। সেই মতানৈক্য এড়াতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-সুশান্তের হাতে রাখী বাঁধছেন, ছবি শেয়ার করলেন 'দিল বেচারা' পরিচালকের বোন

.