টলিউডের টেকনিশিয়ান-দের জন্য কতটা ফান্ডিং করা গেছে, জানালেন অরিন্দম শীল

যাতে এগিয়ে এসেছেন টলিগঞ্জের কলাকুশলীরাও। 

Reported By: রণিতা গোস্বামী | Updated By: Apr 16, 2020, 11:16 PM IST
টলিউডের টেকনিশিয়ান-দের জন্য কতটা ফান্ডিং করা গেছে, জানালেন অরিন্দম শীল

নিজস্ব প্রতিবেদন : করোনা মোকাবিলায় গোটা দেশে লকডাউন। আর এই পরিস্থিতিতে শ্যুটিং বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন টলিপাড়ার টেকনিশিয়ানরা। এই পরিস্থিতিতে তাঁদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'ফেডারেশন অফ সিনে ওয়ার্কার্স অ্যান্ড টেকনিশিয়ান্স অফ ইস্টার্ন ইন্ডিয়া'র তরফেও ফান্ডিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে এগিয়ে এসেছেন টলিগঞ্জের কলাকুশলীরা। 

সম্প্রতি টলিউডের টেকনিশিয়ানদের জন্য ফান্ডের ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রীর ভাবনায় একটি শর্টফিল্ম বানিয়েছেন পরিচালক অরিন্দম শীল। পয়লা বৈশাখে মুক্তি পেয়েছে 'ঝড় থেমে যাবে একদিন' নামে শর্ট ফিল্মটি। পরিচালক অরিন্দম শীলের কথায়, মানুষকে সচেতন করে তোলা আর টেকনিশিয়ানদের জন্য অর্থ সংগ্রহ করাই ছবিটি বানানোর মুখ্য উদ্দেশ্য। এই শর্ট ফিল্মটির মাধ্যমে কত টাকা ফান্ডিং করা হয়েছে সেবিষয়ে Zee ২৪ ঘণ্টা ডট কমকে জানিয়েছেন পরিচালক অরিন্দম শীল নিজেই।

অরিন্দম শীল জানান, '' ফেডারেশন যে ফান্ড তৈরি করেছে সেখানে ১ কোটি টাকা তোলা আমাদের লক্ষ্য ছিল। যার মধ্যে আগেই প্রায় ৫৩ লক্ষ টাকা উঠে গিয়েছিল। আর এই ছবিটা থেকে আমরা আরও ৫০ লক্ষ টাকা তুলতে চাইছিলাম। সেটার মধ্যে প্রায় ৪০ লক্ষের মতো টাকা উঠে এসেছে। এই ফান্ডে টাকা তোলার জন্য সব কলাকুশলীরাই নিজের মতো করে চেষ্টা করেছেন। এর মধ্যে ক্যামেলিয়া গ্রুপের এন আর দত্ত ১০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও এই ফান্ডিং-এর জন্য প্রসেনজিৎ, ঋতুপর্ণা, সহ আরও অনেকেরই ভূমিকা রয়েছে। কেউ টাকা তুলে দিয়েছেন, কেউ আবার নিজের থেকে টাকা দিয়েছেন। তবে ফেডারেশনের তরফে সাংবাদিক সম্মেলন করে কারা কত ডোনেশন দিয়েছেন এবিষয়ে বিশদে পরে জানানো হবে। এখন শুধু এইটুকু বলবো এই ফান্ডিংয়ের পিছনে সকলেরই যৌথ প্রচেষ্টা রয়েছে।'' 

অরিন্দম শীল আরও জানান, ''এই ছবিটা সোশ্যাল মিডিয়াতে দুদিনের মধ্যে ৫ লক্ষ ভিউ হয়েছে। যেটা খুবই ভালো বিষয়। বিভিন্ন চ্যানেলেও এটি দেখানো হবে। আমরা মানুষকে সচেতন করতেই চেয়েছিলাম। আর চেয়েছিলাম আমাদের টেকনিশিয়ান ভাইবোনেদের জন্য কিছু টাকা জোগাড় করতে। এটা সফল হচ্ছে, ভেবে ভালো লাগছে।''

.