সুস্মিতার মিস ইন্ডিয়া গাউন বানিয়েছিলেন সাধারণ দর্জি, মোজা দিয়ে বানিয়েছিলেন গ্লাভস

মিস ইন্ডিয়া প্রতিযোগিতা সুস্মিতা যে গাউন পরেছিলেন সেটা কার বানানো?

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Apr 16, 2020, 08:00 PM IST
সুস্মিতার মিস ইন্ডিয়া গাউন বানিয়েছিলেন সাধারণ দর্জি, মোজা দিয়ে বানিয়েছিলেন গ্লাভস

নিজস্ব প্রতিবেদন : সালটা ১৯৯৪, সেবছরই মিস ইন্ডিয়া ও মিস ইউনিভার্স-এর খেতাব জেতেন সুস্মিতা সেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮। মিস ইন্ডিয়া ও ইউনিভার্সের খেতাব জিতে আলোচনায় উঠে এসেছিলেন সুস্মিতা। তবে অনেকেই হয়ত জানেন না মিস ইন্ডিয়া প্রতিযোগিতা সুস্মিতা যে গাউন পরেছিলেন সেটা কার বানানো?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সুস্মিতা সেনের পুরনো একটি ভিডিয়ো। যেখানে প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনকে বলতে শোনা যাচ্ছে, ''এত টাকা ছিল না, ডিজাইনার গাউন পরে স্টেজে উঠব। ৪টে পোশাকের প্রয়োজন ছিল। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলাম, তাই কতটা করা সম্ভব,  কতটা সম্ভব নয়, সেটা আমি ভালো করেই জানতাম। মা শুনে বলেছিল, কাপড় দেখতে লোক আসবে না, তোমায় দেখতে আসবে। তারপর সরোজিনী নগর মার্কেট থেকে কাপড় কিনে আনলাম। আমেদের নিচে গ্যারাজে পেটিকোট সেলাই করে এক ব্যক্তি ছিল। ওকে দিয়ে বলল, টিভিতে দেখাবে, ভালো করে বানাবেন। উনিই আমার সেই গাউন বানিয়েছিলেন। পরে বেঁচে যাওয়া কাপড় দিয়ে ফুল বানিয়ে ওই গাউনে মা বসিয়ে দিয়েছিলেন। আর নতুন কালো মোজা কিনে তাতে গার্ডার লাগিয়ে গ্লাভস বানিয়ে পরেছিলাম।''

আরও পড়ুন-বন্ধুদের সঙ্গে ঘরবন্দি কেন থাকে? সঞ্জয় সমকামী নয় তো! আশঙ্কায় ভুগতেন নার্গিস

সুস্মিতা আরও বলেন, ''যে দিন আমি মিস ইন্ডিয়া হয়েছিলাম, ওই দিনটি আমার কাছে একটা বড় দিন ছিল। মানুষ যদি কিছু চায়, তাহলে তার জন্য টাকা নয়, ইচ্চাটাই বড় কথা।''

আরও পড়ুন-নরেন্দ্র মোদী ও লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে রামায়ণের সীতা, ভাইরাল ছবি

১৯৯৪ সালে প্রথমে মিস ইন্ডিয়া, তারপর মিস ইউনিভার্স খেতাব জেতেন সুস্মিতা, আর মিস ওয়ার্ল্ড খেতাব জেতেন ঐশ্বর্য রাই বচ্চন।

.