Arijit Singh: ‘শীঘ্রই তোমায় গান পাঠাচ্ছি...’ অর্ণবের সঙ্গে এবার বাংলাদেশে অরিজিৎ?
Arijit Singh- Arnob: বাংলাদেশের জনপ্রিয় শিল্পী অর্ণব সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে অরিজিতের একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবির ক্যাপশনেই তিনি লেখেন, শীঘ্রই গান পাঠাচ্ছি। অর্ণবের এই পোস্ট দেখেই জল্পনা তুঙ্গে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের জনপ্রিয় শিল্পী অর্ণবের(Arnob) সঙ্গে সাক্ষাৎ হয় ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং-এর(Arijit Singh)। জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে গিয়েছিলেন অর্ণব। সেখানেই একসঙ্গে ফ্রেমবন্দি হন দুই তারকা। ভারতে যেমন অরিজিতের চাহিদা তুঙ্গে সেরকমই বাংলাদেশেও তিনি জনপ্রিয়। অন্যদিকে অর্ণবও দুই বাংলাতে বিপুল জনপ্রিয়। এবার এই দুই শিল্পীকে একসঙ্গে দেখে আশায় বুক বেঁধেছে গানপ্রেমীরা।
আরও পড়ুন- Shakib Khan: প্রস্থেটিকের জাদু, সুপারস্টারকে চেনা দায়!
বাংলাদেশের জনপ্রিয় শিল্পী অর্ণব সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে অরিজিতের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘এত দিন পর দেখা৷ একটা দারুণ সময় উপহার দেওয়ার জন্য অরিজিৎ, তোমাকে ধন্যবাদ৷ গত সন্ধ্যাটা অসাধারণ কেটেছে৷ ইচ্ছা করছিল তোমার সঙ্গে আরও কিছুটা সময় থাকার৷ কী মজাদার সব খাবার। আর তোমার সঙ্গে দেখা হওয়াটা একটা উপহারের মতো। খুব শীঘ্রই গানটা পাঠাচ্ছি।’ অর্ণবের এই লেখাতেই নানান জল্পনা।
তবে দুই বাংলার দুই তারকাকে একসঙ্গে দেখে আনন্দিত ফ্যানেরা। অনেকেই তাঁদের এক সঙ্গে গানের অনুরোধ করেছেন কেউ কেউ আবার তাঁদের একসঙ্গে দেখেই খুশি। এক নেটিজেন লেখেন, ‘দুই বাংলার দুই রত্ন’। আরেক নেটিজেন লেখেন, ‘দুই প্রিয় শিল্পী এক ফ্রেমে! এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে!’ অন্য এক নেটিজেন লেখেন, ‘বাংলার দুই গুরু’। এক নেটিজেন লেখেন ‘দুজনকে একসঙ্গে দেখতে চাই কোক স্টুডিয়োতে’। তবে সত্যিই কি একসঙ্গে দেখা যাবে তাঁদের কোনও গানে, বাড়ছে জল্পনা। কিছুদিন আগে রূপম ইসলামের সঙ্গেও একটি ছবি পোস্ট করে অরিজিৎ জানিয়েছিলেন যে, রূপমের সঙ্গে একটি গান গাইবেন তিনি।
আরও পড়ুন- Neeyat Teaser: ববি জাসুসের পর ফের এক গোয়েন্দা চরিত্রে বিদ্যা বালান, প্রকাশ্যে টিজার...
প্রসঙ্গত, জুন মাসের শুরুতেই লোকসংগীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায় সুযোগ পেয়েছিলেন অরিজিতের সঙ্গে দেখা করবার। শান্তিনিকেতনের মেয়ে পৌষালী। রবি ঠাকুরের শান্তিনিকেতনেই পড়াশোনা করেছেন গায়িকা। অরিজিৎ তাঁকে জানান, ‘ছেলেদের ভবিষ্যতে শান্তিনিকেতনে পড়ানোর ইচ্ছে রয়েছে। শান্তিনিকেতন কি খুব ভালো? ভবিষ্যতে ছেলেদের ওখানে ভর্তি করতে চাইলে সাহায্য করবে? অরিজিতের কথায় মুগ্ধ পৌষালী এক সাক্ষাৎকারে জানান, ‘আমি ওঁনাকে একবাক্যে বলেছি নিশ্চয়, ওটা তো আমার জায়গা, সবরকম সাহায্য করব’।