Arijit Singh Viral Video: অরিজিতের কন্ঠে লতা মঙ্গেশকরের বাংলা গান, সুরের জাদুতে আচ্ছন্ন নেটদুনিয়া
কখনও গিটার বাজিয়ে গেয়েছেন 'যা রে উরে যারে পাখি',কখনও গেয়ে উঠেছেন 'হায় হায় প্রাণ যায়', আবার কখনও গেয়েছেন 'দে দোল দোল দোল তোল পাল তোল'
নিজস্ব প্রতিবেদন: সারাবিশ্ব জুড়ে অরিজিতের(Arijit Singh) ফ্যানের সংখ্যা অগুণতি। তাঁর কন্ঠের জাদুতে মুগ্ধ সবাই। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই নজরে আসে তাঁর কনসার্টের হাজারও ভিডিও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অরিজিতের একটি বাংলা গানের ভিডিও। তাঁর কন্ঠের জাদুতে মেতেছে নেটদুনিয়া।
একটি সর্বভারতীয় চ্যানেলে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে(Lata Mangeshkar) শ্রদ্ধা জানিয়ে তাঁর বেশ কয়েকটি গান গেয়েছেন অরিজিৎ। গায়কের কন্ঠে সেই সব জনপ্রিয় গান শুনে মুগ্ধ নেটিজেনরা। নাম গুম জায়েগা দিয়ে শুরু করে একের পর এক গানে অনুরাগীদের মোহিত করেছেন অরিজিৎ। তবে শুধু হিন্দি গানই নয়, বাংলা ও মারাঠী গানও শোনালেন তিনি। এক নয় একাধিক বাংলা গান গেয়ে বাঙালি শ্রোতাদের মন জয় করেছেন অরিজিৎ।
কখনও গিটার বাজিয়ে গেয়েছেন 'যা রে উরে যারে পাখি',কখনও গেয়ে উঠেছেন 'হায় হায় প্রাণ যায়', আবার কখনও গেয়েছেন 'দে দোল দোল দোল তোল পাল তোল', গেয়েছেন 'না মন লাগে না'। প্রতিটা ভিডিওই ভাইরাল নেটদুনিয়ায়।
ন্যাশনাল টেলিভিশনে বাংলা গান এভাবে উপস্থাপিত করার জন্য কেউ অরিজিৎকে ধন্যবাদ জানিয়েছেন, কেউ আবার তাঁর সুরে মুগ্ধ হয়ে তাঁকে প্রণাম জানিয়েছেন।
কেউ লিখেছেন, লতা মঙ্গেশকরের গানকে নিজের গায়কীতে যেভাবে ফুটিয়ে তুলেছেন অরিজিৎ তা সত্যিই প্রশংসনীয়।
আরও পড়ুন: Jojo: 'গোর্খাল্যান্ড'-এ ছুটি কাটাচ্ছেন জোজো! সোশ্যাল মিডিয়ায় পোস্টের লোকেশন ঘিরে বিতর্ক