বিয়ের আগেই নতুন ফ্ল্যাট কিনে ফেললেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?
কবে তাঁরা গাঁটছড়া বাঁধছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি
নিজস্ব প্রতিবেদন : বিয়ের আগে নতুন ফ্ল্য়াট কিনে ফেললেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং ঐন্দ্রিলা সেন! নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে নতুন ছবি প্রকাশ্যে আনার পর থেকেই টলিউডের এই জনপ্রিয় জুটিকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। সোমবার রাতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন অঙ্কুশ হাজরা। কিছু জিনিস জীবনে যাদুর মতো কাজ করে। আপাতত সেই অনুভূতিই তিনি শেয়ার করলেন, বাকিটা পরে বলবেন বলে জানান অঙ্কুশ।
অভিনেতার ওই স্টেটাস চোখে পড়ার পর থেকেই তাঁদের ভালবাসা জানাতে শুরু করে তৃণা সাহা, দর্শনা বণিক, ঋতাভরী চক্রবর্তী-সহ একাধিক অভিনেতা। বিয়ের আগেই ভক্তদে চমকে দিয়ে অঙ্কুশ, ঐন্দ্রিলা তাঁদের নতুন বাসস্থান তৈরি করে ফেললেন বলেই মনে করছেন তাঁদের ভক্তরা। ঐন্দ্রিলাও (Oindrila Sen) নিজের ইনস্টা হ্যান্ডেলের স্টোরিতে নতুন ফ্ল্যাটের ছবি শেয়ার করেন।
আরও পড়ুন : জেলে পাঠানো হোক নির্মাতাদের, Tandav বিতর্কে মন্তব্য Kangana-র
দেখুন...
এদিকে ২০২১ সালেই অঙ্কুশ, ঐন্দ্রিলা সাতপাকে বাঁধা পড়তে পারেন বলে খবর পাওয়া যায়। যদিও ২০২১ সালের কোন মাসে বা দিনে তাঁরা গাঁটছড়া বাঁধবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।