Anupam Roy: ‘অনেক গান শোনানো বাকি থেকে গেল যে...’ কেন একথা লিখলেন অনুপম?
Anupam Roy: সীমান্তের কাঁটাতার ভেদ করে বাংলাদেশেও অনুপম রায়ের জনপ্রিয়তা আকাশছোঁয়া। সেই জনপ্রিয়তা টের পাওয়া গেল সংগীতশিল্পীর নয়া কনসার্টে। ঢাকায় লাইভ করতে গিয়েছিলেন অনুপম। সেখানেই দর্শকদের সাড়া পেয়ে আপ্লুত অনুপম।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এপার বাংলার মতোই অপার বাংলাতেও তুমুল জনপ্রিয় অনুপম রায়(Anupam Roy)। সীমান্তের কাঁটাতার ভেদ করে বাংলাদেশেও তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। গত এক যুগে তাঁর বহু গান ছুঁয়ে গেছে বাঙালি শ্রোতার মন। ভারতে অনেকবার লাইভ কনসার্ট করলেও বাংলাদেশের(Bangladesh) শ্রোতারা তাকে সামনাসামনি শোনার সুযোগ খুব কমই পেয়েছে। এবার সেই আক্ষেপ ঘুছল ‘ম্যাজিক্যাল নাইট’ নামের একটি কনসার্টের হাত ধরে। বৃহস্পতিবার ঢাকায় লাইভ শো করলেন সংগীতশিল্পী।
ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি)৪নম্বর হলে লাইভ শো করলেন অনুপম ও তাঁর টিম। এই কনসার্টের জন্য বুধবার অর্থাৎ ৫ জুলাই দুপুর ১টা ১০ মিনিটে ঢাকায় পা রাখেন এই গায়ক। তাঁকে স্বাগত জানান কনসার্টের আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনসের কর্তারা। তবে শুধু অনুপম রায়ই নন, বাংলা ব্যান্ড ‘তালপাতার সেপাই’ও পারফর্ম করেন এই কনসার্টে। তারাও অনুপম রায়ের সঙ্গে একই ফ্লাইটে ঢাকায় পৌঁছান। এছাড়াও বাংলাদেশের জনপ্রিয় সংগীত তারকা শায়ান চৌধুরী অর্ণব, ব্যান্ড ‘মেঘদল’ ও সাম্প্রতিক সময়ে অন্তর্জালে সাড়া জাগানো ‘হাতিরপুল সেশনস’ও পারফর্ম করেন এই কনসার্টে।
কনসার্টটি দেখার জন্য একাধিক মূল্যের টিকিট বিক্রি করা হয়েছে। এর মধ্যে ভিআইপি টিকিটের মূল্য ১০ হাজার যেথানে শ্রোতা দর্শকরা শিল্পীদের সঙ্গে দেখা করতে পারবে ও ডিনার করতে পারবেন, এছাড়াও ভিআইপি সিটিং জোনের টিকিট ৪ হাজার ৫০০ টাকা এবং সাধারণ সারির টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা। মূল্য যাই হোক না কেন, অনুপমের গান শুনতে হল ছিল কানায় কানায় ভর্তি। সেই ছবি শেয়ার করলেন অনুপম নিজেই। কনসার্টের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘ধন্যবাদ ঢাকা - এখনও অনেক গান শোনানো বাকি থেকে গেল যে …’
তবে শুধুই কি কনসার্ট! বৃহস্পতিবার সকালে কনসার্টের আগে ঢাকার রাস্তায় ঘুরতে দেখা গেল অনুপমকে। প্রিয় শিল্পীকে দেখে অনেকেই তাঁকে ঢাকার রাস্তায় ফ্রেমবন্দি করেন। বনানীর রাস্তায় ক্যাজুয়াল পোশাকে হাঁটতে দেখা যায় তাঁকে। দুপুরে লাঞ্চে খান বাংলাদেশের জনপ্রিয় আলু ভর্তা, ভাত, ডাল, আলুভাজা আর সঙ্গে পদ্মার ইলিশ ভাজা। পাশাপাশি এই দিন সাংবাদিক সম্মেলনও করেন তিনি। এরপরেই মঞ্চে ঝড় তোলেন অনুপম। উপস্থিত দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মোবাইলের আলো জ্বেলে অনুপমের গানে মাতলেন ঢাকার দর্শক-শ্রোতারা। সেই ভিডিয়ো পোস্ট করে অনুপম লেখেন, ‘ভালো থেকো ঢাকা, আবার দেখা হবে।’