অঞ্জন এবার দার্জিলিঙের রাস্তায়

দার্জিলিং-এর কথা বা ছবি বারবারই উঠে এসেছে অঞ্জন দত্তর কথায় গানে সুরে, সর্বত্র। এবার তিনি সিনেমার মাধ্যমে দর্শকদের সামনে আনতে চলেছেন দার্জিলিং এর `গোর্খা আন্দোলন`এর কথা।

Updated By: Jul 18, 2012, 10:03 PM IST

দার্জিলিং-এর কথা বা ছবি বারবারই উঠে এসেছে অঞ্জন দত্তর কথায় গানে সুরে, সর্বত্র। এবার তিনি সিনেমার মাধ্যমে দর্শকদের সামনে আনতে চলেছেন দার্জিলিং এর `গোর্খা আন্দোলন`এর কথা।
অঞ্জন দত্তর ছেলেবেলা বা জীবনের অনেকটাই কেটেছে পাহাড়ে। গানের কথাতেও এসেছে `আমার শৈশবের দার্জিলিঙটা...`। গোর্খা আন্দোলনে বিপর্যস্ত তাঁর সেই ছেলেবেলার দার্জিলিঙকেই পর্দায় আনছেন অঞ্জন দত্ত। গল্পটা তাঁর নিজের আর তিনিই এই ছবিতে মুখ্য ভূমিকায় কাজ করবেন বলে জানিয়েছেন অঞ্জন।
ছবির নাম `দার্জিলিং এর রাস্তা`। গোর্খা আন্দোলন আর সম্পর্কের বিভিন্ন দিক বা বিভিন্ন টানাপড়েনই এই ছবির মূল রসদ। তাঁর ছেলেবেলা ও যৌবনের যে সময় তিনি পাহাড়ে কাটিয়েছেন তার ওপর নির্ভর করেই তৈরি হচ্ছে `দার্জিলিঙ এর রাস্তা।` তাঁর পাহাড়ের জীবন, পাহাড়ে ফিরে আসা, আর পাহাড়ের বর্তমান পরিস্থিতি ঘিরে আছে ছবির অনেকটা অংশ। বাদ যায়নি পাহাড়ের প্রাকৃতিক বর্ননাও।
দার্জিলিং অনেকটাই বদলে গেছে অঞ্জন দত্তের পরিচিত ছেলেবেলার দার্জিলিঙের থেকে। গোর্খা লিগ এখন দাবি করছে দার্জিলিং ও আশেপাশের অঞ্চল নিয়ে ভিন্ন রাজ্যের। বর্তমানের উত্তাল রাজনৈতিক পরিস্থিতি ও নিজের জীবনের বেড়ে ওঠার কথাই সদ্য জাতীয় পুরস্কার প্রাপ্ত অঞ্জন তুলে ধরতে চান এই ছবির মাধ্যমে। `রঞ্জনা আমি আর আসবো না` ,`বো ব্যারাকস ফরএভার` `ম্যাডলি বাঙালি` বা `বোমকেশ বক্সী`র মতো সিনেমার মাধ্যমে দর্শক পেয়েছে এক নতুন ধরনের সিনেমার স্বাদ। এখন আপেক্ষা `দার্জিলিঙ এর রাস্তা` কতটা মন জয় করে দর্শকদের। বরাবরই `দোদো শিরিন`-এর গানের কথা বলা অঞ্জন দত্তর এই ছবি দর্শকদের কাছে আসবে সামনের ফেব্রুয়ারি মাসে। ছবিটি প্রযোজনা করছে `প্রতিজ্ঞা গ্রুপ`।

.