'সারা রাত ঘুমোতে পারিনি', JNU কাণ্ডে প্রকাশ্যে তীব্র প্রতিবাদ অনিল কাপুরের

মালাং-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির হয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনায় মুখ খোলেন অনিল কাপুর

Edited By: জয়িতা বসু | Updated By: Jan 7, 2020, 10:51 AM IST
'সারা রাত ঘুমোতে পারিনি', JNU কাণ্ডে প্রকাশ্যে তীব্র প্রতিবাদ অনিল কাপুরের

নিজস্ব প্রতিবেদন: JNU-এর ঘটনার তীব্র প্রতিবাদ করলেন অনিল কাপুর৷ সোশ্যাল হ্যান্ডেলে নয়, সাংবাদিকদের সামনে জওহরলাল নেহরু বিশ্বব্যালয় ক্যাম্পাসে হামলার ঘটনার বিরুদ্ধে ফুঁসে ওঠেন অনিল৷

আরও পড়ুন : শাবানা থেকে স্বরা, JNU-তে হামলার তীব্র নিন্দায় বলিউড সেলেবরা
সোমবার মালাং-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির হন অনিল কাপুর, আদিত্য রয় কাপুর, দিশা পাটানিরা৷ সেখানেই বলিউড অভিনেতাকে JNU ঘটনার বিষেয় প্রশ্ন করা হয়৷ যার উত্তরে (Anil Kapoor) অনিল কাপুর বলেন, 'জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক৷ পড়ুয়া ও শিক্ষকদের উপর মুখোশধারী দুষ্কৃতীরা যেভাবে হামলা চালিয়েছে, সেই ছবি দেখে আমি সারা রাত ঘুমোতে পারিনি৷' অপরাধীদের চিহ্নিত করে শিগগিরই শাস্তির ব্যবস্থা করতে হবে বলে প্রকাশ্যে সুর চড়ান (Bollywood)বলিউডের বর্ষীয়ান অভিনেতা৷ 

 

আরও পড়ুন : 'আপনার কি মেরুদণ্ড নেই?' JNU কাণ্ডে চুপ থাকায় আক্রমণের মুখে অমিতাভ
অনিল কাপুরের পাশাপাশি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনায় সুর চড়াতে দেখা যায় আদিত্য রয় কাপুরকেও৷
এদিকে শুধু অনিল কাপুর বা আদিত্য রয় কাপুর নন, JNU কাণ্ডের বিরুদ্ধে মুখ খোলেন বলিউডের একাধিক সেলিব্রিটি৷ আয়ুষ্মান খুরানা, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, বিশাল দাদলানি, অনুরাগ কাশ্যপ, (Shabana Azmi) শাবানা আজমি, (Swara Bhaskar) স্বরা ভাস্কর, তপসি পান্নুরা নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে সরব হন JNU-তে হামলার প্রতিবাদে৷

.