পুলওয়ামায় শহিদদের শ্রদ্ধা নিবেদন অমিতাভ, আমির, রণবীরের

 শুধু দেশের আম-আদমিরাই নন প্রতিবাদে মুখর হয়েছিলেন তারকারাও।

Updated By: Apr 19, 2019, 03:47 PM IST
পুলওয়ামায় শহিদদের শ্রদ্ধা নিবেদন অমিতাভ, আমির, রণবীরের

নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপর জঙ্গি হামলার ঘটনায় গর্জে ওঠে গোটা দেশ। শুধু দেশের আম-আদমিরাই নন প্রতিবাদে মুখর হয়েছিলেন তারকারাও।

আরও পড়ুন-মেয়ের সঙ্গে জমিয়ে পার্টি করলেন স্বস্তিকা, দেখুন ছবি...

সম্প্রতি, পুলওয়ামায় শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে বিশেষ মিউজিক ভিডিও শ্যুট করলেন বিগ-বি অমিতাভ বচ্চন, আমির খান, রণবীর কাপুর। গানটি হল 'তু দেশ মেরা'। CRPF-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে মিউজিক ভিডিও শ্যুটের সময়কালীন কিছু ভিডিও পোস্ট করা হয়েছে। ক্যাপশানে লেখা হয়েছে, ''Commendable work has been done by @SrBachchan, @aamir_khan and  #RanbirKapoor for the tribute song #TuDeshMera dedicated to the Martyrs of Pulwama. We would like to thank you all for showing your support towards the Martyrs''

গত ১৪ ফেব্রুয়ারি, পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হন প্রায় ৪০ জন CRPF জওয়ান। পুলওয়ামা জঙ্গি হামলার পাল্টা বদলা নেয় ভারতও। ভারতের বায়ু সেনার পক্ষ থেকে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়। ইতিমধ্যেই পুলওয়ামা জঙ্গি হামলা, ভারতীয় বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক, উইং কমান্ডার পাকিস্তানে আটকে পরা থেকে দেশে ফেরা এই সব বিষয় নিয়ে ছবি বানানোর কথাও ভাবছেন বলিউডের বেশ কয়েকজন পরিচালক। 

আরও পড়ুন-গলায় মালা, কপালে তিলক, বিয়েটা কি সেরেই ফেললেন শ্রাবন্তী? ভাইরাল ছবি

.