আলিয়ার গোয়িং হোম শর্ট ফিল্ম সাড়া ফেলল ফেসবুকে
আরও একবার সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে শীর্ষে আলিয়া ভট। সোশ্যাল মিডিয়ায় সামাজিক বার্তা দিতে গোয়িং হোম নামে একটি শর্ট ফিল্ম পোস্ট করেছেন আলিয়া। আর তাঁর কমার্শিয়াল ছবি হাইওয়ে, হাম্পটি শর্মা কি দুলহনিয়ার মতোই দর্শকদের কাছে উচ্চ প্রশংসিত হয়েছে এই ছবিও।
ওয়েব ডেস্ক: আরও একবার সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে শীর্ষে আলিয়া ভট। সোশ্যাল মিডিয়ায় সামাজিক বার্তা দিতে গোয়িং হোম নামে একটি শর্ট ফিল্ম পোস্ট করেছেন আলিয়া। আর তাঁর কমার্শিয়াল ছবি হাইওয়ে, হাম্পটি শর্মা কি দুলহনিয়ার মতোই দর্শকদের কাছে উচ্চ প্রশংসিত হয়েছে এই ছবিও।
মহিলাদের নিরাপত্তা নিয়ে গত ১৭ অক্টোবর ইউটিউবে গোয়িং হোম নামে শর্টফিল্মটি পোস্ট করেন। ছবির সঙ্গেই পরিচালক বিকাশ বহেল পোস্ট করেন, আমি গোয়িং হোম ছবিতে মহিলাদের ইউটোপিয়া দেখিয়েছি। যখন ভয় আর অবিশ্বাস আমাদের সিদ্ধান্ত, কাজকে প্রভাবিত করত না।
পাঁচ মিনিটের ছবিতে দেখা যাচ্ছে মধ্যরাতে একা গাড়ি চালিয়ে বাড়ি ফিরছেন আলিয়া ভট। মাকে ফোন করে বলছেন কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরবেন তিনি। কিন্তু হঠাত্ই মাঝরাস্তায় গাড়ি খারাপ হয়ে যায়। হঠাত্ই আলিয়াকে রাস্তায় একা দেখতে পেয়ে একটি গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেমে নেমে কয়েকটি ছেলে সিগারেট টানতে টানতে আলিয়ার পাশে এসে দাঁড়ায়। তারা আলিয়ার গাড়ি ঠিক করার চেষ্টা করে তারা। না করতে পেরে তারা আলিয়াকে নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দেয়।
দেখুন গোয়িং হোম,
ফেসবুকে ভিডিও খুব ভাল সাড়া পাওয়ায় উচ্ছ্বসিত আলিয়া টুইট করেন, "গোয়িং হোম ফেসবুকে ভাল ট্রেন্ড করছে। এটা সত্যিই খুব স্পেশাল শর্ট ফিল্ম। ধন্যবাদ।"