GRAZIA ম্যাগাজিনের কভারে আরও মোহময়ী ঐশ্বর্য

Updated By: Sep 4, 2017, 05:00 PM IST
GRAZIA ম্যাগাজিনের কভারে আরও মোহময়ী ঐশ্বর্য

ওয়েব ডেস্ক: বিশ্বের অন্যতম সুন্দরীদের তালিকায় বেশ উপরের দিকেই থাকবেন ঐশ্বর্য রাই বচ্চন । রুপোলি পর্দায় তিনি যে চরিত্রেই অভিনয় করুন না কেন, সব ক্ষেত্রেই তাঁর রূপ চোখ ধাঁধানো। শুধু বলিউডের জনপ্রিয় অভিনেত্রীই নন, তিনি একজন কর্তব্যপরায়ণ মা-ও। নিজের কেরিয়ারের পাশাপাশি যথেষ্ট সময় দেন পরিবার এবং মেয়ে আরাধ্যাকে। সম্প্রতি Grazia ম্যাগাজিনের কভারে দেখা গেল তাঁকে। তাঁর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে Grazia ইন্ডিয়া। ম্যাগাজিনের কভারে ঐশ্বর্য রাই বচ্চন আরও মোহময়ী রূপে হাজির হয়েছেন। দেখে নিন সেই ছবি।

 

প্রসঙ্গত, খুব শীঘ্রই অনিল কাপুর এবং রাজকুমার রাওয়ের সঙ্গে ফেনি খান ছবিতে দেখা যাবে ঐশ্বর্য রাই বচ্চনকে।

.