ভোলবদলে '‍সংস্কারি' থেকে রগরগে নিহালানি!

Updated By: Sep 4, 2017, 06:54 PM IST
 ভোলবদলে '‍সংস্কারি' থেকে রগরগে নিহালানি!

ওয়েব ডেস্ক: একেবারে ‌যাকে বলে কিনা ভোলবদল। সেন্সর বোর্ডের ‌যখন প্রধান ছিলেন তখন তো তাঁর ছুরি কাঁচির চালানোর ক্ষতয় বাঁচা দায় হত সিনেমার। অতিষ্ট পরিচালক, প্র‌যোজক ও অভিনেতা অভিনেত্রীরা পহেলাজ নিহালানির নামে ‌যেন '‍জুজু' দেখতেন। '‍চুমু'‍, '‍ইন্টারকোর্স', '‍সেক্স'-এ সব শব্দই নাকি অশ্লীল।‍‍ সিনেমায় এসব থাকলেই আর রক্ষে নেই। তেলেবেগুনে জ্বলে উঠতেন পহেলাজ নিহালানি।  তাঁর বিরুদ্ধে অভি‌যোগের ঠেলায় শেষ প‌র্যন্ত নিহালানিকে সেন্সর বোর্ড থেকে বের করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।  আর তার পরেই কিনা একেবারে অন্য রূপ ধরেছেন নিহালানি!

এবার সেই পহেলাজ নিহালানিই নাকি একেবারে রগরগে সিনেমা '‍জুলি-২' প্রেজেন্টর!‍ কে বলবে এই সেই প্রাক্তন সেন্সর বোর্ডের প্রধান নিহালানি। ‌যিনি কিনা '‍উড়তা পঞ্জাব', '‍বাবুমশাই বন্দুকবাজ', '‍‌যব হ্যারি মেট সেজল'-একাধিক কাটছাঁট করতে বাধ্য করেছেন।‍‍‍ 

আসলে নিন্দুকেরা আবার পহেলাজ নিহালানির ক্ষেত্রে ভোলবদল শব্দ ব্যবহার করতে নারাজ। তাঁদের কথা মত বলা ভাল স্বমহিমায় ফিরলেন নিহালানি।  আসলে, সেন্সর বোর্ডের প্রধান হওয়ার আগে তিনি এমন কিছু ফিল্মের পরিচালনা করেছেন ‌যেগুলি দেখারও উপ‌যুক্ত নয়। তবে সেইসব সিনেমার কিছু উত্তজক দৃশ্য কিন্তু এখনও ইন্টারনেটে ঘোরাফেরা করে। তাই পহেলাজ যখন সংস্কারি কাঁচি নিয়ে রাজত্ব চালাচ্ছিলেন, তখন অনেকেই প্রশ্ন করেছিলেন যে, নিজের অতীত কি ভুলে গেলেন নিহালানি? দায়িত্ব থেকে অব্যাহতির পরই ফের স্বমহিমায় ফিরেছেন। এবার ‘জুলি ২’ মত রগরগে ছবির প্রেজেন্টর হিসেবে দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন- হৃত্বিক ও তাঁর সম্পর্ক নিয়ে ফের বিস্ফোরক কঙ্গনা, ফাঁস করলেন বহু তথ্য

২০০৪-এ নেহা ধুপিয়ার সিনেমা ‘জুলি’র সিকুয়্যাল এটি। ছবির পোস্টার দেখা ‌যাচ্ছে অভিনেত্রী রাই লক্ষ্মীকে অনাবৃত পৃষ্ঠদেশ। যদিও পোস্টারটা ‌যে সাহসি তা বলার অপেক্ষা রাখে না। তবে সকলের প্রশ্ন একটাই এই ছবির প্রেজেন্টর কিনা সেই  '‍সংস্কারি'‍ নিহালানি? জানা গিয়েছে ফিল্মের বিশ্বব্যাপী ডিস্ট্রিবিউটরের ভূমিকাতেও থাকবেন তিনি। এমনকি ট্রেলার মুক্তির সময়ও পাশেই থাকবেন নিহালানি। এ কি ভোলবদল? নাকি ঘরে ফেরা? নিহালানির এই ভূমিকা নিয়ে এখন অনেকেই চাপা হাসি হাসছেন।

 

আরও পড়ুন-'‍গোয়েন্দা গিন্নি'‍ নন, এবার পেশাদার গোয়েন্দা ইন্দ্রানী হালদার

.