কান ফাটিয়ে দেয় সকালের আজান! 'বিতর্কিত' টুইট বলিউড অভিনেত্রীর
ওয়েব ডেস্ক: 'সকালের আজান নিয়ে টুইট', আরও একবার হৈ হট্টগোল শুরু হল টুইটারে। গায়ক সনু নিগমের পর এবার আজান নিয়ে 'বিতর্কিত' টুইট করে হৈ চৈ ফেলে দিলেন বলিউড অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তি। 'ভোরের আজান কান ফাটিয়ে দেওয়ার মত মারত্মক', বলিউড অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তির এই টুইট ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। এই টুইটের 'বিরোধিতা' করে পাল্টা একটি টুইট করেন সাংবাদিক সাগরিকা ঘোষ। তিনি লেখেন, "যখন হিন্দু সেলিব্রেটিরা আজান নিয়ে আওয়াজ তুলছেন, আমি তাদের মনে করিয়ে দিতে চাই, ভোরে ওঠা হিন্দুধর্মাবল্মবীদের কাছে শুভ। যাকে বলা হয় ব্রহ্মমুহূর্ত। আর আজানই ভোরে উঠতে সাহায্য করে"। যার জবাবে আরও আরও টুইট করেন অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তি। "আমি ব্রহ্মমুহূর্তেই ঘুম থেকে উঠি এবং নিজের প্রাথর্না সহ গানের রেওয়াজারে সঙ্গে যোগাসনও করি। আর তার জন্য আমার কোনও পাবলিক লাউডস্পিকার শোনার (অন্যের কথা) প্রয়োজন নেই, না প্রয়োজন আছে তাদের বাণীর", টুইট সুচিত্রার।
এই প্রসঙ্গে সনু নিগমের টুইটের কথাও উল্লেখ করেছেন অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তি। উল্লেখ্য, আজান নিয়ে টুইট করে টুইটার থেকেই নির্বাসন নিয়েছেন প্রখ্যাত গায়ক সনু নিগম। এমনকি একটি ফতোয়াকে কেন্দ্র করে মাথা কামাতেও হয়েছিল তাঁকে। এবার ফের এমনই একটি টুইট, সেটাও বি-টাউন থেকে। এখন দেখার, 'কাভি হা কাভি না' সিনেমায় শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করা বলিউড অভিনেত্রীকে এবার কী পরিণতির সম্মুখীন হতে হয়! আরও পড়ুন- ক্যান্সারে ভুগছেন 'পিপলি লাইভ' অভিনেতা সীতারাম পাঞ্চাল, ফেসবুকে চাইলেন অর্থ সাহায্য
came home at 4.45 am 2 most aggressive/ ear shattering call of azaan. Nothing more lowlife & dumb than such extreme imposed religiousity
— Suchitra (@suchitrak) July 23, 2017
While Hindoo celebs raise voice agnst Azaan,
I remind dem its good to wakeup at BrahmaMuhurt acc to Hinduism.
Azaan only helps to do so... https://t.co/erXoojTOyO— Sagarika (@GhoseGiri) July 23, 2017
i wake up at Brahmamuhurt of my own accord & do my prayers & riyaz.& yoga. I dont need public loudspeakers to remind me of my God or my duty https://t.co/7rPSzG1EfB
— Suchitra (@suchitrak) July 23, 2017