অনলাইনে অ্যালকোহল কিনতে গিয়ে প্রতারণার শিকার, ক্ষুব্ধ Shabana Azmi
টুইটারে ক্ষোভ উগরে দিলেন শাবানা আজমি (Shabana Azmi)।
নিজস্ব প্রতিবেদন : অনলাইনে অ্যালকোহল কিনতে গিয়ে প্রতারণার শিকার বর্ষীয়ান অভিনত্রী শাবানা আজমি (Shabana Azmi)। টুইটারে ক্ষোভ উগরে দিলেন শাবানা আজমি (Shabana Azmi)। শুধু তাই নয়, সকলকে সাবধানও করলেন অভিনেত্রী।
ঠিক কী ঘটেছে?
৭০ বছরের বর্ষীয়ান অভিনেত্রী লিখেছেন, ''সাবধান! আমি প্রতারণার শিকার হয়েছি। আমি অ্যালকোহল কেনার জন্য পুরো টাকা অনলাইনে পেমেন্ট করি। তবে তারপরেও জিনিসটা পাই নি। বারবার ফোন করা সত্ত্বেও ওরা ফোন ধরেনি।'' নিজের টুইটে শাবানা আজমি (Shabana Azmi) প্রতারক সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ফোন নম্বরও শেয়ার করেছেন।
আরও পড়ুন-''কার সঙ্গে সংসার করছি?'' Soham-কে নিয়ে হতাশ Srabanti! কী হবে 'দুজনে'র সম্পর্ক?
BEWARE I have been cheated by them. #Living Liquidz I paid upfront and when the ordered item didnt turn up they stopped picking up my calls!
I paid Account no.919171984427
IFSC- PYTM0123456
Name living liquidz
Paytm payment bank— Azmi Shabana (@AzmiShabana) June 24, 2021
শাবানা আজমির (Shabana Azmi) টুইট দেখে বহু নেটিজেনই পাল্টা টুইটে একই ভাবে প্রতারণার কথা তুলে ধরেছেন। অনেকেই অভিনেত্রীকে সংস্থার বিরুদ্ধে পুলিসে অভিযোগ জানানোর অনুরোধ করেছেন। কেউ আবার লিখেছেন, এইরকম বহু সংস্থা নেট দুনিয়ায় ফাঁদ পেতে রয়েছে।
Same with me too. we have filed complaint too at police station.. they are saying its big racket we can’t do anything. We called in front of police to that guy and he replied by laughing.. jo karna hai kar lo.. paise nahi denge.l pic.twitter.com/RMy9SxNcxQ
— Neepa pillai (@PillaiNeepa) June 24, 2021
Even I have been 'cheated' by @clickmart despite they have having received full payment through @PayUindia
The mobile number of @clickmart is not being picked up.
But I insist the Product be supplied to me and shall take on the cheater/s. So many clickmarts but @PayUindia knows pic.twitter.com/CuDCJaLV01— Dr Kumar, Sushil (@indianhistorian) June 24, 2021
People have to be ultra-careful when executing online, impersonal transactions with unknown people and intermediaries. The best way out is a police complaint and ensuring that these fraudsters are nabbed. Money trail in online transactions is easy to detect.
— V Sudarshan (@sudarshanindia) June 24, 2021
প্রসঙ্গত, এর আগে অক্ষয় কুমার, নার্গিস ফাখরি, করণ সিং গ্রোভার সহ আরও অনেক তারকাই অনলাইনে কেনাকাটার প্রতারণা শিকার হয়েছিলেন।