স্বস্তিকার পথে হেঁটে এবার রক্ত দিলেন নীল-তৃণাও

নিজস্ব প্রতিবেদন- এবার রক্ত দিলেন নীল-তৃণা। করোনা আবহে ব্লাড মেটস দলের মারফৎ টলিউডের অনেক তারকাই রক্ত দিতে এগিয়ে আসছেন। সেই তালিকায় এবার যুক্ত হল নীল-তৃণার নাম। দিন হিসাবে বেছে নিলেন আন্তর্জাতিক মাতৃ দিবসকে। সকলে যখন সোশ্যাল মিডিয়ায় মায়েদের সঙ্গে ছবি পোস্ট করছেন, তখন দেশমাতৃকার পাশে এসে দাঁড়ালেন নীল-তৃণা। বিশ্বের সব মাকে তাঁদের শ্রদ্ধা জানিয়ে 'ধরিত্রী মা'র জন্য রক্ত দিলেন তারকা দম্পতি। একইসঙ্গে ফ্যানেদের এই মহৎ উদ্দেশে সামিল হওয়ার জন্য আহ্বান জানালেন। মানুষের জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন। নীল তাঁর ইনস্টাগ্রামে এই পোস্ট করতেই প্রায় ৫০ হাজারেরও বেশি নেটিজেন সমর্থন জানান তাঁকে।

আরও পড়ুন: 'টুম্পাসোনা' কোভিড আক্রান্ত, নিভৃতবাসে মনখারাপে

করোনার দ্বিতীয় ঢেউ তার ভয়াল রূপ নিয়ে হাজির হয়েছে। গোটা দেশ তার সঙ্গে যুঝে চলেছে। এরমধ্যেই অক্সিজেনের অভাব, ICU বেডের অপ্রতুলতা, ওষুধের কালোবাজারির মত সমস্যায় জেরবার সাধারণ মানুষ। দেশজুড়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারকারা টানা চেষ্টা করে চলেছেন। কেউ তাঁর সোশ্যাল হ্যান্ডেলে দিচ্ছেন অক্সিজেন, হাসপাতালের বেডের হদিশ, কেউ বা অক্সিজেন কনসেনট্রেটরের ব্যবস্থা করছেন, দল বেঁধে কেউ কেউ তৈরি করছেন 'সেফ-হোম'। টিকাকরণের আগে অনেকেই রক্ত দিচ্ছেন। কেউ করোনাকে জয় করে প্লাজমা দান করছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন নীল-তৃণাও। কয়েকদিন আগে বিবাহবার্ষিকীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে নির্দিষ্ট পরিমাণ অর্থ দানের কথা জানিয়েছেন জিতু কমল, নবনীতা দাস। নানা ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা রায়চৌধুরী, অরিজিৎ চট্টোপাধ্যায় সহ বহু তারকা। 

 

English Title: 
Actor Neel-Trina donates blood
News Source: 
Home Title: 

স্বস্তিকার পথে হেঁটে এবার রক্ত দিলেন নীল-তৃণাও

স্বস্তিকার পথে হেঁটে এবার রক্ত দিলেন নীল-তৃণাও
Yes
Is Blog?: 
No