TV Actor Lovlesh Khaneja : 'ডেলিভারি বয় হয়ে গিয়েছিলেন, ভাগ্য বদলে দেন একতা কাপুর...'

লকডাউন পিরিয়ডের সেই কঠিন অভিজ্ঞতা সম্প্রতি ভাগ করে নিয়েছেন লভলেশ। জানিয়েছেন, সেসময় কীভাবে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন একতা কাপুর। ডেলিভারি বয়-এর কাজ নেওয়াটাই তাঁর কাছে কীভাবে 'শাপে বর' হয়েছিল। জানিয়েছেন কীভাবে তাঁর একতা কাপুরের প্রোডাকশন টিমের সঙ্গে দেখা হয়েছিল। তাঁর কথায়, 'মুম্বই ফিরে যাওয়ার পরিকল্পনা করছি। তখনই একদিন আমার কাছে ফোন এল, নতুন সুযোগ দেওয়া হল আমাকে। শুধু একটা নয়, তিনটি জনপ্রিয় শোতে আমাকে কাজ দেওয়া হয়। আমি এটা বিশ্বাস করি, আমাদের সঙ্গে যা কিছুই ঘটে কারণেই ঘটে। ঈশ্বর আমাদের জন্য ভালোকিছুই ভেবে রাখেন।' 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Nov 16, 2022, 06:40 PM IST
TV Actor Lovlesh Khaneja : 'ডেলিভারি বয় হয়ে গিয়েছিলেন, ভাগ্য বদলে দেন একতা কাপুর...'

Lovlesh Khaneja, TV Actor, Ekta Kapoor, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ২ বছর কোভিড অনেকের কাছ থেকেই বহুকিছু কেড়ে নিয়েছে। ২০২০, ২০২১, কোভিড পিরিয়ডে কাজ হারিয়েছেন, এমন বহু মানুষই রয়েছেন। কাজ হারিয়ে লকডাউন পিরিয়ডে ডেলিভারি বয়-এর কাজ নিতে হয়েছিল টেলি অভিনেতা লভলেশ খনেজাকেও। লকডাউন পিরিয়ডের সেই কঠিন অভিজ্ঞতা সম্প্রতি ভাগ করে নিয়েছেন লভলেশ। জানিয়েছেন, সেসময় কীভাবে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন একতা কাপুর। 

এক সাক্ষাৎকারে লকডাউন পিরিয়ডের অভিজ্ঞতা জানাতে গিয়ে লভলেশ জানিয়েছেন, 'লকডাউন পিরিয়ডে মুম্বইয়ে যখন একের পর এক শ্যুট বাতিল হচ্ছিল, সেই শ্যুটিংগুলি মুম্বই থেকে গোয়ায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। আমাকেও তখন গোয়াতে ডাকা হল, আমি টানা বাইক চালিয়ে মুম্বই থেকে গোয়া পৌঁছে যাই। এটা ছিল দ্বিতীয় লকডাউনের সময়কার ঘটনা। আর আমি যখন গোয়া পৌঁছেছিলাম, তারপরই কেন্দ্রের তরফে গোটা দেশেই লকডাউন ঘোষণা করা হল। আমি ওখানে কীভাবে থাকব, কাটাবো, তা নিয়ে ভীষণই চিন্তিত হয়ে পড়ি। আর ঠিক তখনই একটা নামী সংস্থা, ভেলিভারি বয় খুঁজছে। তড়িঘড়ি আমি ওই সংস্থা অ্যাপ ডাউনলোড করে এন্ট্রান্স দি, কাজটা পেয়েও যাই। সেসময় প্রায় ১০ দিন আমি ডেলিভারি বয় হিসাবে কাজ করেছি। এটা আমার কাছে একটা অভিজ্ঞতা তো বটেই।'

আরও পড়ুন-'ঐন্দ্রিলার সুস্থতা কামনায় ফেসবুকে পোস্ট করে কী হবে'! মন্তব্যে নিন্দার মুখে ঋত্বিক...

আরও পড়ুন-'এত আনন্দ আয়োজন, সবই বৃথা আমায় ছাড়া', চোখে জল আনল ঐন্দ্রিলার এই নাচ

অভিনেতা লভলেশ খনেজা জানিয়েছেন, ডেলিভারি বয়-এর কাজ নেওয়াটাই তাঁর কাছে 'শাপে বর' হয়েছিল। তাঁর কথায়, 'ওই মাঝে একদিন এক রিসর্টে আমায় খাবার ডেলিভারির জন্য পাঠানো হয়েছিল। সেখানে আমি একতা কাপুর ম্যাম-এর প্রোডাকশন টিমের সঙ্গে দেখা হয়। তাঁদের সঙ্গে কথাবার্তায় আমি আমার ব্যাকগ্রাউন্ড জানাই। জানাই, হঠাৎ করে শ্যুট বাতিল হওয়ার আমার হাতে কোনও কাজ নেই, তাই মুম্বই ফিরে যাওয়ার পরিকল্পনা করছি। তারপরই একদিন আমার কাছে ফোন এল, নতুন সুযোগ দেওয়া হল আমাকে। শুধু একটা নয়, তিনটি জনপ্রিয় শোতে আমাকে কাজ দেওয়া হয়। যার মধ্যে ছিল 'কুমকুম ভাগ্য', 'মলক্কী' এবং 'ইয়ে হ্যায় চাহাতে'। আমি সত্যিই ওঁদের প্রতি কৃতজ্ঞ। আমি এটা বিশ্বাস করি, আমাদের সঙ্গে যা কিছুই ঘটে কারণেই ঘটে। ঈশ্বর আমাদের জন্য ভালোকিছুই ভেবে রাখেন।' 

প্রসঙ্গত, একতা কাপুরের ধারাবাহিক ছাড়াও লভলেশকে 'ক্রাইম পেট্রোল', 'কেয়া হাল মিস্টার পাঞ্চাল?', 'ইশকবাজ', 'দিল হি তো হ্যায়', প্রসঙ্গত, ২০১৪ সালে 'সাবধান ইন্ডিয়া : ইন্ডিয়া ফাইট ব্যাক'-এর হাত দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন লভলেশ। সেখানে তাঁকে প্রথমে 'রাঘব' এবং পরে 'ফিরোজ'-এর ভূমিকায় দেখা গিয়েছিল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.