ফের বাবা হলেন মনোজ তিওয়ারি, শুভেচ্ছার বন্যায় ভাসলেন বিজেপির সাংসদ, অভিনেতা

নিজেই খবর শেয়ার করেন মনোজ তিওয়ারি

Edited By: জয়িতা বসু | Updated By: Dec 31, 2020, 11:50 AM IST
ফের বাবা হলেন মনোজ তিওয়ারি, শুভেচ্ছার বন্যায় ভাসলেন বিজেপির সাংসদ, অভিনেতা
সদ্যোজাত সন্তানের সঙ্গে মনোজ তিওয়ারি

নিজস্ব প্রতিবেদন : ফের বাবা হলেন বিজেপির অভিনেতা সাংসদ মনোজ তিওয়ারি। নিজের ট্যুইটার হ্যান্ডেলে খুশির খবর শেয়ার করেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী। ৩০ ডিসেম্বর দ্বিতীয়বার বাবা হন মনোজ তিওয়ারি। বাবা হওয়ার পরপরই সদ্যোজাতকে কোলে নিয়ে ছবি শেয়ার করেন ভোজপুরী অভিনেতা।

দেখুন...

 

প্রসঙ্গত, মনোজ তিওয়ারির আরও এক সন্তান রয়েছে। প্রথম পক্ষের পর এবার দ্বিতীয় পক্ষের প্রথম সন্তানের জন্ম নিয়ে উচ্ছ্বসিত দিল্লির প্রাক্তন বিজেপি সভাপতি। মনোজ তিওয়ারির দ্বিতীয়বার বাবা হওয়ার খবরে খুশি তাঁর ভক্তরা। ফলে প্রত্যেকে শুভেচ্ছা জানাতে শুরু করেন মনোজকে।

আরও পড়ুন : তারকা সুলভ নয়, সাধারণ শিশুর মতোই বড় করবেন সন্তানকে, মত বিরুষ্কার

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে সব সময় সোজাসাপটা আক্রমণ করতে শুরু করেন মনোজ তিওয়ারি। যা নিয়ে রাজধানীর রাজনৈতিক উত্তাপ সব সময় উর্দ্ধমুখী। এদিকে রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকে ক্রমশ কমতে শুরু করেছে মনোজ তিওয়ারির সঙ্গে রূপোলি পর্দার যোগ। ২০১৪ সালে শেষ মুক্তি পায় মনোজ তিওয়ারির সিনেমা। এর আগে ২০১০ সালে বিগ বস ৪-এ প্রতিযোগী হিসেবে দেখা যায় মনোজ তিওয়ারিকে।

.