‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে জায়রা ওয়াসিমের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করলেন আমির খান

Updated By: Jul 31, 2017, 01:25 PM IST
‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে জায়রা ওয়াসিমের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করলেন আমির খান

ওয়েব ডেস্ক: দঙ্গল ছবিতে অসাধারণ অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছে জায়রা ওয়াসিম । আমির খানের মেয়ের ভূমিকায় তার অভিনয় সকলের খুবই পছন্দ হয়েছে। দঙ্গলের পর আবার বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সঙ্গে দেখা যাবে তাকে। ছবির নাম সিক্রেট সুপারস্টার । সোমবার টুইটারে আমির খান প্রকাশ করলেন ছবিতে জায়রা ওয়াসিমের ফার্স্ট লুক পোস্টার । পোস্টারেই জানানো হচ্ছে যে, সিক্রেট সুপারস্টার ছবির ট্রেলার মুক্তি পাবে ২ আগস্ট তারিখে।

সিক্রেট সুপারস্টার ছবিতে জায়রা ওয়াসিমকে একটি ১৪ বছরের মেয়ের ভূমিকায় দেখা যাবে। যে ভদোদরায় থাকে। এবং বিশ্বের জনপ্রিয় গায়ক হতে চায়। কিন্তু মেয়েটির বাবা তার এই গানের জগতকে বেছে নেওয়ার ঘোর বিরোধী। এই নিয়েই ছবির গল্প।

প্রসঙ্গত, সিক্রেট সুপারস্টার ছবিটি জি স্টুডিওজের সঙ্গে প্রযোজনা করছেন আমির খানও। অদ্ভেত চন্দনের পরিচালনায় ছবিটি মুক্তি পাবে এই বছর দীপাবলীতে।

 

.