Aamir Khan: 'ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছেন আমির', অভিযোগ বিজেপি নেতার

কোম্পানির সিইওকে চিঠি বিজেপি নেতার। 

Updated By: Oct 22, 2021, 11:55 AM IST
Aamir Khan: 'ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছেন আমির', অভিযোগ বিজেপি নেতার

নিজস্ব প্রতিবেদন: দূষণ এড়াতে এই দিওয়ালিতে (Diwali) রাস্তায় আতসবাজি ফাটাবেন না, সম্প্রতি একটি টায়ারের বিজ্ঞাপনে এমনটাই বার্তা দিচ্ছেন অভিনেতা আমির খান (Aamir Khan)। তাঁর এই বার্তাতেই চটেছেন কর্নাটকের এমপি (MP), বিজেপি (BJP) নেতা অনন্ত কুমার হেগড়ে (Ananthkumar Hegde)। সেই টায়ার কোম্পানির এমডি ও সিইও অনন্ত বর্ধন গোয়েঙ্কাকে একটি চিঠি লেখেন এই নেতা। ঐ কোম্পানি ও অভিনেতা আমিরের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ করেছেন তিনি। 

চিঠিতে ঐ বিজেপি নেতা লেখেন, 'আপনার কোম্পানির সাম্প্রতিক বিজ্ঞাপনে (Advertisement) আমির খান সকলকে পরামর্শ দিচ্ছেন যে রাস্তায় যেন কেউ আতসবাজি না ফাটান, যেটা সত্যিই খুব ভালো বার্তা। সাধারণ মানুষের জন্য আপনাদের চিন্তাভাবনাকে আমি  কুর্নিশ জানাই। এই সূত্রেই আমি আরেকটি সমস্যার কথা বলতে চাই সেক্ষেত্রেও সাধারণ মানুষ খুব সমস্যায় পড়ে যখন প্রতি শুক্রবার রাস্তা জুড়ে নামাজ পড়তে বসেন মুসলিমরা।' আতসবাজি থেকে শব্দদূষণ প্রসঙ্গে হেগড়ে প্রশ্ন তোলেন,'আমাদের দেশে প্রতিদিন মাইকে যখন আজান হয়, সেই শব্দ অনেকসময়ই বেঁধে দেওয়া শব্দ দূষণের মাত্রা ছাড়িয়ে যায়। তারজন্য অনেক মানুষকেই সমস্যার মুখে পড়তে হয়। অসুস্থ মানুষরা বিব্রত হন, ছোটদের পড়াশুনা ব্যাহত হয়।'

আরও পড়ুন: Aryan Khan: জেল ফেরত প্রত্যক্ষদর্শী জানালেন, কেমন কাটছে আরিয়ানের বন্দি জীবন?

সাংসদ কোম্পানির সিইওকে লেখেন, 'আপনারা সাধারণ মানুষের সমস্যা নিয়ে খুবই চিন্তিত। আপনি একজন হিন্দু তাই বছরের পর বছর ধরে হিন্দুদের মধ্যে যে ভেদাভেদ করা হচ্ছে সে ব্যাপারে নিশ্চয় আপনি অবগত।' পাশাপাশি আমিরকে অ্যান্টি হিন্দু অভিনেতা বলেও সম্বোধন করেন এই বিজেপি নেতা। আমিরকে কটাক্ষ করে তিনি বলেন, 'এই অ্যান্টি হিন্দু অভিনেতারা সবসময় হিন্দুদের নানা আচার নিয়ে কথা বলেন কিন্তু নিজেদের ধর্মের কোনও সমস্যা নিয়ে কথা বলেন না। এই বিজ্ঞাপনের মাধ্যমে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছেন আপনারা। '

  (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.