বক্স অফিস কালেকশনে ভালো জায়গায় আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’

Updated By: Oct 22, 2017, 08:34 PM IST
বক্স অফিস কালেকশনে ভালো জায়গায় আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’

নিজস্ব প্রতিবেদন: আমির খান মানেই অন্য ধরনের কোনও সিনেমা। যার গল্প মনে থেকে যাবে। ৩ ঘণ্টা পর সিনেমা হল থেকে বেরোলেও বেরিয়ে যাবে না  মাথা থেকে। তিন দিন হল মুক্তি পেয়েছে বলিউডের পারফেকশনিস্ট আমির খানের নতুন ছবি ‘সিক্রেট সুপারস্টার’। অনেকেরই মনে হয়েছে, এই ছবি ‘তারে জমিন পর’-এর অনুভূতি মনে করিয়ে দিতে পারে। বক্স অফিস কালেকশনে শুরুতে অজয় দেবগনের ‘গোলমাল এগেইন’-র তুলনায় কিছুটা পিছিয়ে থাকলেও, ব্যবসার দৌড় শুরু করে দিয়েছে ‘সিক্রেট সুপারস্টার’।

দেখা করতে চাওয়া ক্যানসার রোগীর ডাকে সাড়া দিলেন শাহরুখ খান

এই ছবিতে আমির খানের সঙ্গে অভিনয় করেছে জায়রা ওয়াসিম। যাকে আমরা ‘দঙ্গল’ ছবিতে গীতা ফোগটের ছোটবেলার ভূমিকায় দেখেছিলাম। ছবির বক্স অফিস কালেকশন ট্রেড অ্যানালিস্ট এবং ফিল্ম সমালোচক তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন। দেখে নিন ৩ দিনে কত কোটি টাকার ব্যবসা করল এই ছবি।

২৫ লক্ষ টাকা চেয়ে উড়ো ফোন পেলেন আদিত্য পাঞ্চোলি

.