ধর্ম, স্ত্রী, সন্তান, সমস্ত বাঁধন কাটিয়েই হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র, জানুন অজানা তথ্য
প্রথম স্ত্রী প্রকাশ কাউর স্বামীর সঙ্গে আলাদা হতে চাননি, কিন্তু তা সত্ত্বেও ধর্ম পরিবর্তন করে হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র। যা নিয়ে ওই সময় তুমুল জল্পনা শুরু হয়। এমনকী, হেমা মালিনীর সঙ্গে ধর্মেন্দ্রর বিয়েতে মত ছিল না অভিনেত্রীর বাবারও। তা সত্ত্বেও শেষে পর্যন্ত ‘ড্রিম গার্ল’-এর সঙ্গে সাতপাক বেঁধে তবেই শান্ত হন ধর্মেন্দ্র। কিন্তু, হেমা মালিনীকে আপন করে পেতে কত বাধার সম্মুখীন হতে হয়েছে ধর্মেন্দ্রকে জানেন?
নিজস্ব প্রতিবেদন : প্রথম স্ত্রী প্রকাশ কাউর স্বামীর সঙ্গে আলাদা হতে চাননি, কিন্তু তা সত্ত্বেও ধর্ম পরিবর্তন করে হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র। যা নিয়ে ওই সময় তুমুল জল্পনা শুরু হয়। এমনকী, হেমা মালিনীর সঙ্গে ধর্মেন্দ্রর বিয়েতে মত ছিল না অভিনেত্রীর বাবারও। তা সত্ত্বেও শেষে পর্যন্ত ‘ড্রিম গার্ল’-এর সঙ্গে সাতপাক বেঁধে তবেই শান্ত হন ধর্মেন্দ্র। কিন্তু, হেমা মালিনীকে আপন করে পেতে কত বাধার সম্মুখীন হতে হয়েছে ধর্মেন্দ্রকে জানেন?
আরও পড়ুন : প্রিয়াঙ্কা চোপড়ার থেকে 'দূরে সরছেন' আমির খান?
শোনা যায়, হেমাকে নাকি বিয়ে করতে চেয়েছিলেন সঞ্জীব কুমার। কিন্তু, ধর্মেন্দ্র ছাড়া অন্য কাউকে আপন করতে পারবেন না বলে স্পষ্ট জানিয়েছিলেন বলিউডের ‘ড্রিম গার্ল’। এমনকী, ‘শোলে’র শুটিংয়ের সময় হেমা মালিনীকে বিয়ের প্রস্তাব দিয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরতে হয় সঞ্জীব কুমারকে। আর এরপরই পরিচালক রমেশ সিপ্পি বেশ চোটে যান সঞ্জীব কুমারের উপর। যদিও এ বিষয়ে কোনও মন্তব্যই শোনা যায়নি হেমার কাছ থেকে।
And more... pic.twitter.com/JxyExImOm3
— Hema Malini (@dreamgirlhema) December 8, 2017
On Dharamji’s birthday, I pray for his happiness & good health. God bless him always
Nostalgia time! One of our early fotos together pic.twitter.com/1nr4cku9GS— Hema Malini (@dreamgirlhema) December 8, 2017
জিতেন্দ্রর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার পরও তাঁকে প্রত্যাখান করেছিলেন হেমা মালিনী। শোনা যায়, হেমা-জিতেন্দ্রর বিয়ের দিন মদ্যপ অবস্থায় সেখানে হাজির হন ধর্মেন্দ্র। বিয়ের আসরেই হেমার সঙ্গে কথা বলবেন বলে সময় চেয়ে নেন। ধর্মেন্দ্রর সঙ্গে কথা বলার পরই, জিতেন্দ্রর সঙ্গে গাঁটছড়া বাঁধবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন হেমা।
ধর্মেন্দ্র প্রথম স্ত্রী প্রকাশ কাউর বাঁধা দিয়েছিলেন স্বামীর দ্বিতীয় বিয়েতে। কিন্তু, কোনও বাধাই রুখতে পারেনি ধর্মেন্দ্র-হেমার প্রেমকে। প্রথম স্ত্রী বিচ্ছেদে রাজি না হওয়ায় ধর্ম পরিবর্তন করে বিয়ে করেন ধর্মেন্দ্র।
ধর্মেন্দ্র যখন হেমা মালিনীকে বিয়ে করেন, ওই সময় অভিনেতার দুই ছেলেরও জন্ম হয়ে যায়। সানি দেওল এবং ববি দেওলের মায়া কাটিয়েই শেষ পর্যন্ত হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র।
আরও পড়ুন : বিয়ের পর কেমন লাগছে 'কমেডি কুইন' ভারতীকে?
হেমা মালিনীকে বিয়ের পরও ‘ড্রিম গার্ল’-কে ভালভাবে নিতে পারেননি ধর্মেন্দ্রর পরিবার। এমনকী, সানি দেওল ও ববি দেওলের সঙ্গেও ভাল সম্পর্ক নেই হেমা মালিনীর। শোনা যায়, এষা দেওলের বিয়েতে হাজির হননি সানি এবং ববি।